আদিপুরুষ-এর স্ক্রিনিং বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশনের

আদিপুরুষ ছবির স্ক্রিনিং বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফ থেকে ওই চিঠিতে দাবি করা হয়েছে, রামায়ণের গরিমা খাটো করা হয়েছে আদিপুরুষ ছবিতে। ওই চিঠিতে লেখা হয়েছে, ‘ভগবান রাম এবং হনুমানের ভাবমূর্তি নষ্ট করেছে আদিপুরুষ। পাশাপাশি, হিন্দুদের ভাবাবেগে আঘাত হেনেছে এই ছবি। সনাতন ধর্মে আঘাত করছে সিনেমাটি।’ শুধু তাই নয় সাধারণের বিশ্বাসে আগাত হেনেছে আদিপুরুষ। তবে ছবির অভিনেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয়নি সংগঠনের তরফ থেকে। তবে চিঠিতে বলা হয়েছে, ‘প্রভাস, কৃতি শ্যানন এবং সইফ আলি খানের এই ছবিতে কাজ করা উচিত হয়নি। ভারতীয় সিনেমার কালো অধ্যায় হয়ে থাকবে ছবিটি।’

এআইসিডব্লুউএ অর্থাৎ অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন-এর দাবি, রামচন্দ্র এবং রাবণকে ভিডিয়ো গেমের চরিত্রের মতো দেখানো হয়েছে এই ছবিতে। যেটা মেনে নিতে পারছে না এই সংগঠন। আদিপুরুষের বিতর্কিত ডায়ালগের উদাহরণও টানা হয়েছে ওই চিঠিতে। ইতিমধ্যেই হনুমানের মুখে টাপোরি ডায়ালগ শুনে রাগে ফুটছে গোটা দেশ, সেই প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে এই চিঠিতে।

এদিকে পুরুষোত্তম হিসেবে রামচন্দ্রের ঐশ্বরিক ইমেজ রয়েছে। যা খাটো করেছে আদিপুরুষ, দাবি অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশনের। আর সেই কারণেই আম জনতার কথা ভেবে অবিলম্বে ছবির প্রদর্শনী বন্ধের দাবি তুলেছে এই সংগঠন। পাশাপাশি দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আবেদনও করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কারস অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =