তিলোত্তমা ফান্ডের অর্থ নিয়ে নয়ছয়ের অভিযোগে ফের তলব আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের

তিলোত্তমাকাণ্ডে আন্দোলন থামাতেই বারবার তলব, দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। তিলোত্তমা ফান্ডের অর্থ নিয়ে নয়ছয়ের অভিযোগে ফের তলব করা হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের, এমনটাই অভিযোগ। সূত্রে খবর, জুনিয়র ডাক্তারদের তলব করা হয়েছে বিধাননগর কমিশনারেট, টালা থানায়। এই তলব ঘিরে পুলিশি হেনস্থার অভিযোগ আন্দোলনকারীদের। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-’এর ওয়েবসাইট নিয়েও কুৎসা ছড়ানোর অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসকেরাই। যদিও শাসক শিবিরের রয়েছে অন্য যুক্তি। ফলে সব মিলিয়ে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।

অভিযোগ, তিলোত্তমাকাণ্ডের সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল সেই অর্থ নয়ছয় করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট -এর বিরুদ্ধে বারবার উঠেছে এই অভিযোগ। প্রসঙ্গত, এর আগেও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একবার তলব করা হয়েছিল। একইসঙ্গে আরও একটি গুরুতর অভিযোগ তোলা হচ্ছে শাসক শিবির থেকে।

টাকা নয়ছয় নিয়ে চাপানউতোর শুরু হতেই নাকি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর ওয়েবসাইট মুছে ফেলা হয়েছে, এমনটাও অভিযোগ করা হচ্ছে শাসকদলের তরফে। এদিকে এই ঘটনায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-’এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে প্রথমদিন থেকে এই ওয়েবসাইট সক্রিয় ছিল না। ওয়েবসাইট তৈরির কাজ চলছে। সাইটটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেলেই সেটি সামনে আসবে। একইসঙ্গে টাকার হিসাবও দ্রুত সামনে আনার জন্য তারা তৎপর হচ্ছেন বলে জানিয়েছেন। বিবৃতিতেই জুনিয়র ডাক্তারদের সাফ বক্তব্য, ‘এহেন মিথ্যাচার করে যারা আন্দোলনকে দমাতে চাইছেন তারা মনে রাখবেন, ন্যায়বিচারের যে লড়াই শুরু হয়েছে তা দীর্ঘজীবী হবে। লড়াই এর শেষ অবধি আমরা আছি, থাকব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =