আশা কর্মী পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ঘাটালের বিদায়ী সাংসদ তথা দেবের সহকারি রামপদ মান্নার বিরুদ্ধে। চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রামপদ মান্নার বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিযোগকারীরা। জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের চন্দ্রকোণার বাসিন্দার। এই ঘটনায় ভোটের আগে দেব কিছুটা অস্বস্তিতে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এদিকে এই বিষয়ে, চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরার দাবি, মেয়ে পরীক্ষায় বসেছে মেয়ে। ইন্টারভিউয়ের ডাক এসেছে। আশা কর্মীর চাকরি হবে সেই আশাতেই বিদায়ী সাংসদ দেবের সহকারি রামপদ মান্নাকে টাকা দিয়েছিলেন তিনি। তবে টাকা নিলেও এখনও পর্যন্ত চাকরি হয়নি বলেই অভিযোগ। এদিকে টাকাও ফেরত পাওয়া যায়নি। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় প্রতারিতর পরিবার। তবে পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করায় ই- মেলের মাধ্যমে জেলা পুলিশের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি। এরপর হাইকোর্টের দ্বারস্থ ওই পরিবার। এদিকে রামপদ মান্না জানাচ্ছেন, অভিযোগকারীকে তিনি চেনেন না। এমনকী তাঁর নামও জানা নেই বলেই জানান রামপদ। এরপরেই সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিযোগ।
এদিকে এই বিষয়ে শাসক দল তৃণমূল ও ঘাটালের বিদায়ী সাংসদ দেবকে আক্রমণ করতে ছাড়েননি ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। অন্যদিকে এই প্রসঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অভিযোগ হলে তদন্ত হবে, যে দোষী তাঁকে শাস্তি পেতে হবে।’ এদিকে আগামী ২৫ মে ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছেন ঘাটালে। সেক্ষেত্রে এই ঘটনায় অস্বস্তিতে শাসক শিবির।