দমদমের স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এরপরই এই ঘটনায় দমদম থানায় অভিযোগ দায়েরও করা হয়। নির্যাযিতা অষ্টম শ্রেণির ছাত্রী বলে বলে জানা যাচ্ছে। অভিযোগ, ৩ তারিখ স্কুলে গেলে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন ওই শিক্ষক। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে সবটা খুলে বলে ওই ছাত্রী। তারপর থেকেই ধিকিধিকি জ্বলছিল ক্ষোভের আগুন। এরপরই অভিভাবকেরা মঙ্গলবার বিক্ষোভ দেখান। ছাত্রীদের অভিযোগ, অনেক দিন ধরেই স্কুলে নোংরামি করছে এই প্রধান শিক্ষক।
ঘটনার সূত্রপাত সোমবার। অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নিজের ঘরে ডেকেছিল অভিযুক্ত প্রধান শিক্ষক শুভজিৎ ভট্টাচার্য। সেখানেই সে ওই পড়ুয়ার সঙ্গে আপত্তিকর আচরণ করে বলে দাবি। নির্যাতিতার কথায়, গোপনাঙ্গে হাত দিয়েছিলেন তাঁদের প্রধান শিক্ষক।এরপর বাড়ি ফিরে পরিবারকে পুরো বিষয়টা জানায় সে। এরপরই স্কুলের অন্যান্য অভিভাবকরা জানতে পারেন।
এরপরই এদিন সকাল থেকেই স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। প্রধান শিক্ষকের গ্রেপ্তারির দাবি করেন। তাদের কথায়, এর আগেও হেডমাস্টার অনেক ছাত্রীর শ্লীলতাহানি করেছে। দমদম থানায় অভিযোগ দায়ের হয়। ছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলে এই নোংরামি চলছিল। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। রোজই কোনও না কোনও ছাত্রীর গায়ে হাত দিত ওই শিক্ষক। এদিন স্কুলে তুলকালাম হলেও গরহাজির ছিল অভিযুক্ত প্রধান শিক্ষক। তদন্ত শুরু হয়েছে।