মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ

মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ। এরপরই গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ঘটনাস্থল ভাঙড়ের বামনঘাটা এলাকায়। অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা এলাকায় হরিনাম সংকীর্তনের আসরে এই ঘটনা ঘটে। অভিযোগ, এলাকারই এক তৃণমূল কর্মী ওই নাবালিকাকে ধরে টানাটানি করে। এই ব্যক্তি আবার স্থানীয় পঞ্চায়েতের সদস্যও বটে।

ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থাতেও ছিলেন বলে জানা যাচ্ছে। তার টানাটানিতেই নাবালিকার জামাকাপড়ও ছিঁড়ে যায়। তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করা হয় বলেও অভিযোগ। সেখানে মুখে কিছু না বললেও কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরী। এরপর বাড়ি ফিরে বাড়ির লোকজনকে সবটা খুলে বলে। মেয়ের মুখে সবটা শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে ঘটে আর এক ঘটনা।

অভিযোগ, নাবালিকার বাড়ির লোকজনকে দেখে আরও ক্ষেপে যায় অভিযুক্ত। ততক্ষণে তাঁর সঙ্গে জুটে গিয়েছে তাঁর অনুগামীরাও। তাঁরাই নাবালিকার পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি এমন জায়গায় যায় যে পুলিশের কাছে খবর যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য-সহ তাঁর দুই সাগরেদকে গ্রেফতার করে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + sixteen =