ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

মানিকতলা উপনির্বাচনে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ভোট দিতে গেলে গুলি করার হুমকি দেওয়া হয়, বলে বুধবার দাবি করেন মানিকতলা কেন্দ্রের ভোটারদের একাংশ।

সূত্রে খবর, কলকাতা পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের মানিকতলা বাস ডিপোর ভেতরে বুথে ঘটে এই হুমকি দেওয়ার ঘটনা। ১৬৭ মানিকতলা বিধানসভা কেন্দ্রের ২৩৪ নম্বর বুথে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। ভোটারদের অভিযোগ শুনে এলাকায় ছুটে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে। ভোটারদের থেকে তিনি অভিযোগ শুনে নির্বাচন কমিশনে জানাবেন বলে জানিয়েছেন। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোথাও কোথাও বেশি সক্রিয় বলেও অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রিসাইডিং অফিসারের কাজ নিজেরা উপযাজক হয়ে করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, অভিযোগ তৃণমূল প্রার্থীর।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘শুধু বুথের ভেতরেই নয়, আগামী নির্বাচন থেকে যাতে বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী থাকে, কমিশনকে আমরা সেটা জানাব। বুথের ভেতর যদি কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে ভোটের সব হিসেব পাল্টে যাবে। আগামী বিধানসভা নির্বাচন ২৬ সালে নয়, যেটা পঁচিশে হবে তাতে যাতে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে বুথের ভেতর কেন্দ্রীয় বাহিনী, এই ব্যবস্থাও রাখা হয় সেই দাবি জানানো হবে।’

এদিকে, বাগদার বিজেপি প্রার্থীর আক্রান্তের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। অবিলম্বে ফোর্স পাঠানোর নির্দেশ কমিশনের। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চাইল কমিশন। অবিলম্বে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ কমিশনের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে। প্রয়োজনে আরও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ কমিশনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =