রাস্তা সারাইয়ের জন্য অর্থ বরাদ্দ করুন, রাজ্যকে নির্দেশ আদালতের 

রাজ্যে বেহাল রাস্তা নিয়ে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল  কলকাতা হাইকোর্টকে। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রাস্তার হাল ফেরাতে অবিলম্বে পদক্ষেপ করুতে হবে রাজ্য সরকারকে। একইসঙ্গে রাজ্যের উদ্দেশে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘রাস্তা সারাইয়ের জন্য অর্থ বরাদ্দ করুন। অনেক কিছুতে টাকা খরচ করছেন। সেখানে শুধু টাকা চলেই যাচ্ছে। সঠিক জায়গায় খরচ করুন।এই প্রসঙ্গেই বিচারপতি সেন এও বলেন, ‘জেলার রাস্তাগুলির হাল খুবই খারাপ। এমনকি প্রায়ই সংবাদমাধ্যমে দেখি জেলায় জেলায় রাস্তা খারাপ। সেই রাস্তা দিয়ে রোগী আনা যায় না।তার পরেই রাজ্যের উদ্দেশে তিনি বলেন, “রাস্তার জন্য অর্থ বরাদ্দ করুন। জেলা পরিষদগুলির কাছে এই বার্তা পোঁছে দিন।

আদালত সূত্রে খবর, কলকাতার তারাতলা এলাকায় একটি রাস্তার বেহাল অবস্থা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে বিচারপতি সেনের পর্যবেক্ষণ, তারাতলা, বজবজের পুরো এলাকা জুড়ে রাস্তার অবস্থা খুবই খারাপ। জেলার রাস্তাগুলির অবস্থা অত্যন্ত করুণ। প্রায়ই সংবাদমাধ্যমে দেখি জেলায় জেলায় রাস্তা খারাপ। এমন পরিস্থিতিতে ওই রাস্তা দিয়ে রোগী নিয়ে যাওয়াও সম্ভব নয়। এরই প্রেক্ষিতে রাজ্যকে বিচারপতির নির্দেশ, দুসপ্তাহের মধ্যে পদক্ষেপ করতে হবে। না হলে আদালত স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − two =