হকার সমস্যা সমাধানের কথা শীর্ষ আদালত বললেও কোনও কাজ হয়নি কলকাতায়

হকার সমস্যার সমাধান কলকাতাতে হচ্ছে না কিছুতেই। অথচ দেশ জুড়ে মেট্রোপলিটন শহরগুলিতে হকারদের কারণে ক্রমশ বাড়তে থাকা সমস্যা সমাধানের উদ্দেশ্যে ৯ বছর আগে অর্থাৎ ২০১৪ সালে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় দেশের সর্বোচ্চ আদালত সংসদকে সুপারিশ করে বলেছিল,এই হকার সমস্যা সমাধানে আইন তৈরি করার পর কেটে গেছে ৯ টা বছর। এই আই দেশের অন্যান্য মেট্রোপলিসের বেশির ভাগ জায়গায় বাস্তবায়িত হলেও কলকাতাতে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। আইন যেখানে ছিল সেখানেই থেকে গেছে কলকাতার হকারদের জন্য। এখনও পর্যন্ত কলকাতার হকারদের নিয়ে সামগ্রিকভাবে কোনও সমীক্ষাই করা হয়নি বলে খবর।
পুরনিগম সূত্রে খবর,২০১৫ সালে আচমকাই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন, কলকাতার ভেন্ডিং সার্টিফিকেট দেবেন। সেইমতো হকারদের জন্য আবেদনপত্র ছাড়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তৎপর হওয়া নির্দেশ দিলে তারপর শুরু হয় বৈঠক। এরপর কলকাতার তিনটি বাজার,হাতিবাগান, নিউমার্কেট এবং গড়িয়াহাট হকারদের নিয়ে একটা সমীক্ষাও হয়। হকার সংগ্রাম কমিটির সূত্রে খবর,বেসরকারি হিসেব অনুযায়ী, প্রায় ২ লক্ষ আছে কলকাতায়। তার মধ্যে মাত্র ৫৮ হাজার হকার আবেদনপত্র তোলেন এবং তা জমা করেন। সার্টিফিকেট নেওয়ার জন্য হকারদের ২০০ টাকা করে দিতে হবে বলে জানা যাচ্ছে। এরপর পুনর্নবীকরণের জন্য প্রতিবছর ৩০০ টাকা করে দিতে হবে। অর্থাৎ মোট ৫০০ টাকা। তারপরও দেখা যায়,গত কয়েক মাসে ৫৮ হাজারের মধ্যে মাত্র ১৯ জনকে সার্টিফিকেট দেওয়া সম্ভবপর হয়েছে। বাকিদের ভবিষ্যত এখনও অন্ধকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =