পরিসংখ্যান বলছে, সাধারণত ১ জুন মৌসুমি বায়ু ঢোকে কেরলে। কিন্তু এবার তা প্রবেশ করেছে অনেকটাই আগে। আগামী ৪-৫ দিনের মধ্যে বর্ষা আসছে উত্তর-পূর্ব ভারতেও, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সঙ্গে এও জানানো হয়েছে, পরিস্থিতি মোটের উপর অনুকূলই রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে এবং মলদ্বীপ ও কোমোরিন এলাকায় ঢুকে পড়বে। দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকে পড়বে। একইসঙ্গে উত্তরপূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশেও অগ্রসর হবে। এর পাশাপাশি মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরেও নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই পঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি গিয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে।
এদিকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকাল থেকে অনুভূত হয় গরম ও অস্বস্তি। তবে আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এই গরম ও অস্বস্তির মাঝেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে এও জানানো হয়েছে, ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রার খুব পরিবর্তন হবে না আগামী কয়েকদিনে। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এও জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ সব জেলায়। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। পাশাপাশি এও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত।
বুধবার এবং বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদহ উত্তরবঙ্গের আট জেলায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ডিগ্রি বেশি। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।