হাওড়ার নরসিংহ কলেজে প্রাক্তনীর কুকীর্তি ফাঁস!

হাওড়ার নরসিংহ কলেজে প্রাক্তনী টিএমসিপি রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের কুকীর্তি ফাঁস! নরসিংহ কলেজের ব়্যাগিংয়ের ভিডিয়োকে হাতিয়ার করে চাঞ্চল্যকর অভিযোগ এসএফআইএর। একাধিক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ টিএমসিপি রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে। অভিযোগ, জোর করে প্যান্ট খুলে তাঁদের যৌনাঙ্গ দেখে বিকৃত সুখ পেতেন সৌভিক রায়।

এই ঘটনা জানিয়ে ২০২৩ সালে হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদে সভাপতিকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির কপি পাঠানো হয় টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও। অভিযোগপত্রের কপিয পাঠানো হয় ব্যাঁটরা থানা, অ্যান্টি ব়্যাগিং কমিশনেও। তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। এখন নিজের পদেই টিএমসিপি রাজ্য সহ সভাপতি সৌভিক রায় বহাল তবিয়তে অভিযুক্ত বসে রয়েছেন বলে অভিযোগ।

অভিযোগকারী এক ছাত্র জানান, ‘প্রথমে রুমে আসতে বলা হত। আমি বিকম ইভিনিং কলেজ। রাত ৮টার পর সবাই যখন বেরিয়ে যেত, তখন ইউনিয়ন রুমে থাকতে বলা হত। আমি আর আমার কয়েকজন বন্ধুকে বলছিল, প্যান্ট খুলতে। এরপর যৌনাঙ্গ দেখতো ভিডিয়ো করাতোসঙ্গে চলতো ছ্যাঁকা দেওয়া, প্যান্টে জল ফেলে দেওয়া। প্রতিবছর কোনও না কোনও ছেলেকে ধরে করা হতো এই ধরনের ঘটনা। আমরা এটা নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানিয়ে ছিলাম। কয়েকজন সিনিয়রকেও জানাই।’

এদিকে এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, ‘যদি এই ঘটনার সত্যতা দেখি, নিশ্চয়ইভাবে পদক্ষেপ করব। আমি সেরকম কোনও অভিযোগ পাইনি। আমি নিশ্চিতভাবে খোঁজ নিয়ে কথা বলব।তবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত ছাত্রনেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =