পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মউ স্বাক্ষর অ্যামাজন ইন্ডিয়ার 

কলকাতায় ৮ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অ্যামাজন ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প  এবং বস্ত্র দফতরের সঙ্গে একটি মউ স্বাক্ষর করল। এই মউ স্বাক্ষরের লক্ষ্য রাজ্যের রপ্তানি ও উদ্যোক্তাদের বিকাশ ঘটানো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই মউ স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে বলা হয়েছে, অ্যামাজন রাজ্যের   মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজগুলিকে তাদের গ্লোবাল সেলিং প্রোগ্রামে প্রশিক্ষণ দেবে এবং অন্তর্ভুক্ত করবে, যাতে তারা ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য ২০০-রও বেশি দেশ ও অঞ্চলের গ্রাহকদের কাছে রপ্তানি করতে পারে।

এদিনের এই মউ স্বাক্ষর অনুষ্ঠানে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে জানান, ‘আমাদের প্রধান যে লক্ষ্যগুলি রয়েছে তার মধ্যে একটি হলো ছোট ব্যবসাগুলোর ডিজিটাল রূপান্তর এবং রাজ্য থেকে রপ্তানি বৃদ্ধি । আমাদের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে অ্যামাজনের এই উদ্যোগের জন্য তাদের প্রশংসা জানাই। পশ্চিমবঙ্গের লক্ষাধিক উদ্যোক্তার উন্নতির জন্য রাজ্য সরকার অ্যামাজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ তাদের ব্যবসাকে বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে পৌঁছাতে সহায়তা করবে এবং রাজ্যের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

এর পাশাপাশি অ্যামাজন ইন্ডিয়ার ডিরেক্টর গ্লোবাল ট্রেড ভূপেন ওয়াকাঙ্কর জানান, ‘প্রযুক্তির ব্যবহার দ্রুতগতিতে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতের এমএসএমইদের জন্য রপ্তানির নতুন সুযোগ তৈরি করছে। ই-কমার্স-এর মাধ্যমে রপ্তানির প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি সংখ্যক ব্যবসা খুব সহজেই আন্তর্জাতিক বাজারে পৌঁছতে পারছে। অ্যামাজনে, আমরা এই বৃদ্ধিকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মুখ্যমন্ত্রীর দিকনির্দেশনায়, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি, যাতে রাজ্যের এমএসএমই ও উদ্যোক্তারা শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড গড়ে তুলতে পারেন। আমাদের এই প্রচেষ্টা ভারতের ই-কমার্স রপ্তানি বাড়ানোর বৃহত্তর লক্ষ্যকে সমর্থন করে, যেখানে ২০৩০ সালের মধ্যে ৮০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য রয়েছে।’

এদিকে পশ্চিমবঙ্গ থেকে রপ্তানি বৃদ্ধির উদ্যোগে অ্যামাজন গ্লোবাল সেলিং ভারতীয় ছোট ও মাঝারি ব্যবসার জন্য বিশ্বের বাজারে প্রবেশ অনেক সহজসাধ্য করে তুলতে চাইছে যাতে তারা যে কোনও জায়গা থেকে নিজেদের ব্র্যান্ড গড়ে তুলতে পারে এবং ব্যবসা সম্প্রসারণ করতে পারে। এই প্রোগ্রামের মাধ্যমে, দেশীয় ব্যবসাগুলি প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পায় এবং অ্যামাজনের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও গ্লোবাল উপস্থিতির সুবিধা নিয়ে দ্রুত স্কেল করতে পারে ও দীর্ঘমেয়াদী রপ্তানি ব্যবসা গড়ে তুলতে পারে। বর্তমানে, ভারতের দেড় লক্ষেরও বেশি রপ্তানিকারক এই প্রোগ্রামের অংশ, যারা ইতিমধ্যেই ১৩ বিলিয়ন ডলারের বেশি সম্মিলিত রপ্তানি করেছে। তাদের মধ্যে হাজার হাজার ব্যবসা ই-কমার্স রপ্তানির মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড গড়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =