ওবিসি নিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন অমিত শাহ

ওবিসিদের নিয়ে হাইকোর্টের রায়ের পরই অমিত শাহকে আবারও বাংলায় তুষ্টিকরণের রাজনীতির ইস্য়ুতে সরব হতে দেখা গেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ‘বাংলায় যেভাবে কোনও সমীক্ষা না করেই মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করার ষড়যন্ত্র চলেছে, সেই কারণেই হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।’ তবে হাইকোর্টের রায় প্রকাশ্যে আসার পর তীব্র আপত্তি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর স্পষ্ট কথা, এই রায় তিনি মানছেন না এবং এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন। এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে অমিত শাহ জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটব্যাঙ্কের জন্য ওবিসি সংরক্ষণ মুসলিমদের দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলছেন, তিনি হাইকোর্টের রায়কে মানেন না। বাংলার মানুষের কাছে আমার প্রশ্ন, এমন কোনও মুখ্যমন্ত্রী হতে পারেন, যিনি বলেন আদালতের নির্দেশকে মানেন না? বাংলায় গণতন্ত্র কী অবস্থায় রয়েছে!’

অমিত শাহর স্পষ্ট বক্তব্য, বিজেপি কোনওদিন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চায় না। তিনি বলেন, ‘হাইকোর্টের রায় যাতে কার্যকর হয়, তা আমরা সুনিশ্চিত করব। যাঁরা পিছিয়ে পড়া শ্রেণির, তাঁরা যাতে নিজেদের অধিকার পায়, তা আমরা নিশ্চিত করব। যাঁরা ওবিসি নয়, তাঁদেরও তুষ্টিকরণের নীতি ও ভোটব্যাঙ্কের নীতির জন্য ওবিসির সুবিধা পাইয়ে দেওয়া যাবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + four =