রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ‘শ্লীলতাহানি’র অভিযোগ আনলেন এক মহিলা। নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করে ওই মহিলা বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় যান। যদিও এ নিয়ে পুলিশের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।  তবে এই ঘটনার তীব্র সমালোচনায় সরব তৃণমূল।

সূত্রে খবর,  রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মীকে কুপ্রস্তাব দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুধু ন তাই নয়, ওই মিহালর অভিযোগ, কমপক্ষে দু-বার তাঁর শ্লীলতাহানি করা হয়। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে কর্মরত পুলিশদের কাছে অভিযোগ জানান তিনি। এরপর তাঁকে হেয়ার স্ট্রিট থানায় পাঠানো হয়। ডিসি সেন্ট্রালের সামনে গোটা ঘটনা জানান বলেই পুলিশ সূত্রে খবর। এই প্রসঙ্গে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেন, ‘সংবিধানের অনুচ্ছেদ ৩৬১ অনুসারে, রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের বিরুদ্ধে কোনও ফৌজদারি পদক্ষেপ করা যায় না। এ ব্যাপারে সাংবিধানিক রক্ষাকবচ রয়েছে। তবে জমিজমা সংক্রান্ত কোনও দেওয়ানি মামলা করা যেতেই পারে।’

মহিলার অভিযোগ নিয়ে শোরগোল হতেই বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে বিষয়টি নিয়ে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘বাংলার রাজ্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি ভয়াবহ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় যাচ্ছেন। তাঁর রাজভবনে রাত্রিবাস করার কথা। তার মধ্যেই এক মহিলা অভিযোগ করেছেন যে, তিনি বৃহস্পতিবার যখন রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে, তখনই তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। অভিযোগকারিণীকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

ঘটনাচক্রে, বৃহস্পতিবার রাতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাত্রিবাস করার কথা তাঁর। এর মধ্যেই রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + three =