ওকালনামায় সই করানোর চেষ্টা করা হয়েছে অভিযোগ বিকাশরঞ্জনের

সুপ্রিম কোর্টে মঙ্গলবার তিলোত্তমা মামলার শুনানির আগে বিস্ফোরক দাবি করতে শোনা যায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। তিনি দাবি করেন, তিলোত্তমার বাড়িতে তাঁর নাম করে ওকালতনামায় সই করাতে গিয়েছিল কেউ বা কারা। ভয়ঙ্কর অভিযোগ বিকাশরঞ্জনের। মামলার মোড় ঘোরাতে এই ঘটনা বলে দাবি তাঁর।বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এটা পরিকল্পনা করেই শাসকদলের পক্ষের কেউ গিয়েছিলেন। যদি সত্যিই ওকালতনামায় সই করিয়ে নিতেন তাহলে স্বভাবতই সুপ্রিম কোর্টে হাজির হয়ে তাঁরা বলতেন, আমাদের কোনও দাবি নেই, সব ঠিক আছে। এটাই লক্ষ্য ছিল। অন্য আর কোনও কারণ নেই।’ আর এই প্রসঙ্গেই বিকাশরঞ্জনের প্রশ্ন, না হলে তাঁর নাম করে গিয়ে তাদের বাড়িতে ওকালতনামায় সই করে দিতে বলবে কেন তা নিয়েও। তবে তিলোত্তমার পরিবারের সদস্যদের  সন্দেহ হওয়ায় ওঁনারা সই করেননি। এরই সূত্র ধরে আইনজীবী বিকাশরঞ্জন জানান, ‘খুব নোংরা খেলা চলছে। আমাকে জানিয়েছেন ওনারা।

প্রসঙ্গত, আরজি করে ডাক্তারি পড়ুয়ার নির্মম পরিণতির পরই সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও তেলঙ্গনার এক চিকিৎসক স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি জানায় সুপ্রিম কোর্টে। এরপরই মামলা গ্রহণ করে দেশের সর্বোচ্চ আদালত।সেই মামলার শুনানির জন্য দিল্লি যান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর এদিন সকালেই তিনি তাঁর সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানেই জানান বিষয়টি। দাবি করেন, এদিন সুপ্রিম কোর্টে যে ওকালতনামা পেশ করা হবে, তাতে সই করাতে চাইছে কেউ বা কারা। বিকাশরঞ্জনের দাবি, ‘আমার নাম যাঁরা ব্যবহার করতে চাইলেন তাঁদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হোক। অনেক গোপন তথ্য উদ্ধার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =