কলকাতায় ঠেকানো যাচ্ছে না নারী নির্যাতনের বাড়বাড়ন্ত। বাগুইআটির এক তরুণীর অভিযোগের ভিত্তিতে এবার সার্ভে পার্ক থানা এলাকায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক বেসরকারি সংস্থার কর্মী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।
সার্বে পার্ক থানা সূত্রে খবর, সার্ভে পার্ক মহিলা থানায় যে অভিযোগ ওই তরুণী জানিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ৩০ বছরের ওই তরুণীর সঙ্গে তাঁর ফেসবুকে পরিচয় হয়েছিল। সেখান থেকই বন্ধুত্ব তারপর ঘনিষ্ঠতা। বাইপাসের ধারে একটি গেস্ট হাউসে তাঁরা একাধিকবার দেখাও করেন। গত বছরের অক্টোবরের ১০ তারিখ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৯ তারিখের মধ্যে ওই গেস্ট হাউসেই তাঁদের মধ্য়ে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। বিয়ে নিয়ে কথা হলেও তরুণীর অভিযোগ, এখন বিয়ে করতে অস্বীকার করেন ওই যুবক। তারপরই সোজা তিনি থানার দ্বারস্থ হন।
মহিলার অভিযোগের পরেই অ্যাকশন নেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, যুবকের বাড়ি পঞ্চসায়র থানা এলাকায়। সোমবার সন্ধ্যায় সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪), ৬৯ ও ৬৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।