দৃষ্টান্ত স্থাপন  পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দফতরের

বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সাফল্যের কথা জানাল বিদ্যুৎ দফতর।বিদ্যুৎ দফতরের তরফ থেকেদাবি করা হয়, ‘জিরো অ্যাক্সিডেন্টে’র তালিকাভুক্ত ৬ টি এরিয়া অফিস। মুখ্যমন্ত্রীর নির্দেশে এগিয়ে চলেছে বিদ্যুৎ দফতর। দেশের মধ্যে বাংলা বিদ্যুৎক্ষেত্রে প্রতিনিয়ত দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তাঁরা, সোমবার এমনটাই জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।

পাশাপাশি এও জানান, বিদ্যুৎ ক্ষেত্রের কাজে থাকে নানান বিপদের ঝুঁকি। সামান্য ভুল হলেই ঘটতে পারে দুর্ঘটনা। তাই বিদ্যুৎ বিভাগের মূলমন্ত্র সুরক্ষিত কর্মক্ষেত্র। একইসঙ্গে তাঁর সংযোজন, বিগত দশ বছরে ২০১৩ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত সারা বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার আওতাধীন মোট ২৮ টি এরিয়া অফিসের অন্তর্গত ৭৯ টি সাব-স্টেশনে কোনও রূপ দুর্ঘটনা ঘটেনি। এর মধ্যে ৬ টি এরিয়া অফিসের আওতাধীন সবকটি সাব-স্টেশনের একটিতেও কোনরূপ দুর্ঘটনা না ঘটায় এগুলি ‘জিরো অ্যাক্সিডেন্টে’র বা দুর্ঘটনাশূন্য তালিকাভুক্ত হয়েছে। এই ছটি এরিয়া অফিস হল, আরামবাগ ৪০০ কেভি এরিয়া অফিস, বেহালা এরিয়া অফিস, হলদিয়া এরিয়া অফিস, হাওড়া এরিয়া অফিস, জলপাইগুড়ি এরিয়া অফিস ও রায়গঞ্জ এরিয়া অফিস। এই কৃতিত্বকে কুর্ণিশ জানানোর পাশাপাশি বিদ্যুৎমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে রাজ্যে নিরবচ্ছিন্ন, উন্নতমানের বিদ্যুৎ সংবহন সর্বদা সুনিশ্চিত করার কথাও বলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 14 =