বাম জমানার দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। বুদ্ধবাবুর প্রয়াণে শেষ হল একটা অধ্যায়ের। নস্ট্যালজিক, শোকস্তব্ধ গোটা বাংলা। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানালেন তাঁর আবেগঘন মুহূর্তের কথা। বুদ্ধবাবু অত্যন্ত ধূমপান করতেন। আর সেই বিষয়টা যে একেবারেই শীর্ষেন্দুবাবুর পছন্দ ছিল না তা এদিন অকপটেই জানান তিনি। এরই রেশ ধরে শীর্ষেন্দুবাবু বলেন, ‘ ভীষণ সিগারেট খেতেন। সেটা আমি লক্ষ্য করেছি। এত সিগারেট খাওয়াটা আমার খুব একটা পছন্দ হত না।’ একদিন সামনাসামনি হয়েছিলেন বুদ্ধবাবুর। তিনি বলেন, ‘আমি দেখেছিলাম, হাতটা একটু কাঁপচ্ছে। ইচ্ছা ছিল বলি তাঁকে, যে এত সিগারেট খাবেন না, কিন্তু সেটা বলতে সাহস পাইনি। তারপর দেখলাম সিওপিডি-তে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়েন। আপাদমস্তক একজন বাঙালি ভদ্রলোক। অত্যন্ত সৎ মানুষ।‘