রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ফাউন্ডেশন তাদের ‘বনতারা’ কর্মসূচির ঘোষণা করল।এই কর্মসূচিতে ভারত এবং বিদেশে আহত, নির্যাতিত প্রাণীদের উদ্ধার, চিকিৎসা, যত্ন এবং পুনর্বাসনের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। এই কর্মসূচির জন্য গুজরাতের জামনগর তৈল শোধনাগারের গ্রিন বেল্টের মধ্যে ৩০০০ একর জমিতে একটি জঙ্গলের মতো পরিবেশ তৈরি করা হয়েছে। প্রাণীদের যত্ন ও কল্যাণের ক্ষেত্রে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের পরামর্শও গ্রহণ করা হবে। আরআইএল এবং রিলায়েন্স ফাউন্ডেশনের বোর্ড পরিচালক অনন্ত আম্বানির নেতৃত্বে ভারতে প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হল। এখানে বলে রাখা শ্রেয়, অনন্ত আম্বানি জামনগরে রিলায়্যান্সের উচ্চাকাঙ্খী পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন এবং ২০৩৫ সালের মধ্যে রিলায়েন্সের ‘নেট কার্বন জিরো কোম্পানি’ হয়ে ওঠার অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছেন।
‘বনতারা’ এই কর্মসূচিতে অত্যাধুনিক স্বাস্থ্যসেবা, হাসপাতাল, গবেষণা এবং একাডেমিক সেন্টার সহ সেরা প্রাণী সংরক্ষণের দিকেও বিশেষ ভাবে জোর দিচ্ছে। এইসব কার্যক্রমের পাশাপাশি বনতারা কর্মসূচিতে উন্নত গবেষণার ওপরেও নজর রাখছে। যার সঙ্গে যুক্ত রয়েছে বিখ্যাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং সংস্থা যেমন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এবং ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ)।