মেন হস্টেলে ফের ব়্যাগিংয়ের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

ব্রাত্য বসুকে নিয়ে অশান্তির ঘটনার রেশ এখনও কাটেনি ক্যাম্পাসে। এই আবহেই এবার মেন হস্টেলে ফের র‍্যাগিংয়ের অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সূত্রে এ খবরও মিলছে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা চিহ্নিত ‘র‌্যাগার’ হিসেবেই। এদিকে দু’বছর আগে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের র‍্যাগিং, যৌন হেনস্থা ও মৃত্যুতে নাম জড়িয়ে রয়েছে এঁদের অনেকেরই। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেও দোষীসাব্যস্ত এঁরা। তবে আদালতের রক্ষাকবচ থাকায়, ইউনিভার্সিটি কোনওভাবেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি।

অভিযোগ, চার ঘণ্টারও বেশি সময় ধরে ফিল্ম স্টাডিজের এক ছাত্রকে ঘরে বন্দি করে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়। শুধু তাই নয়, আক্রান্ত ছাত্রের মাকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ছাত্রকে হুমকি দিয়ে জোর করে ‘কিছুই হয়নি’ মুচলেকাও লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আর তা পোস্ট করতে হয়েছে ফেসবুকেও।

এদিকে সূত্রে খবর, ফিল্ম স্টাডিজ দ্বিতীয় বর্ষের ওই ছাত্র অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। এর আগে ক্যাম্পাসে র‍্যাগিং কালচারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদও করেছিলেন আক্রান্ত ছাত্র। অভিযোগ, তখন থেকেই তিনি র‍্যাগারদের লক্ষ্য হয়ে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eleven =