বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পর এবার বেলেঘাটা আইডি হাসপাতাল। ফের করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হল এই রাজ্যে। শুধু তাই নয়, এই মৃত্যু কপালে ভাঁজ ফেলেছে কলকাতাবাসীরও। সূত্রে খবর, জানা গিয়েছে মৃতের নাম সোনালি সরকার। বয়স ৪১ বছর। দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার বাসিন্দা সোনালি সরকারকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় গত ২ অগাস্ট। এরপর ৭ অগাস্ট বিকেল পাঁচটা পঞ্চাশে মৃত্যু হয় তাঁর। এদিকে হাসপাতাল সূত্রে খবর, অন্যান্য শারীরিক সমস্যা ছিল ওই মহিলার। হাসপাতালে ভর্তি করার পর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
গোটা দেশের মতো রাজ্যেও এখন উঠে গিয়েছে করোনা বিধি,আর এর মাঝেই এল ফের করোনায় মৃত্যুর খবর। বর্ধমান মেডিক্যাল কলেজে গত সপ্তাহেই মৃত্যু হয়েছে সাতজনের। এরপরেই বেড়েছে চিন্তা। স্বাস্থ্য দফতর সতর্ক। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে জেলাগুলোতেও। এবার কলকাতার বুকে করোনা মৃত্যু ফের নতুন করে নাড়িয়ে দিল করোনা আতঙ্ক। আতঙ্ক এই কারণেই যে প্রায় দু বছর ধরে করোনার ভয়াবহতা দেখেছে গোটা বিশ্ব। করোনাকে সঙ্গে যুঝতে স্বব্ধ হয়ে গিয়েছিল জীবন। তাতেও সামাল দেওয়া যায়নি করোনাকে। একের পর এক মৃত্যু হয়েছে চোখের সামনে। এই মৃত্যু নাড়িয়ে দিয়ে গিয়েছে মানব সভ্যতাকে।