কসবার ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ফের যৌন নিগ্রহের ঘটনা। এবার হরিদেবপুর। মধ্যরাতেই খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছায় পুলিশ। জোকার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যৌন হেনস্থার অভিযোগ ওঠে ওই প্রতিষ্ঠানেরই এক ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশের কাছে যে তরুণী অভিযোগ তুলেছেন, তিনিওইকলেজেরছাত্রীননবলেইজানাযাচ্ছে।অভিযোগ পাওয়া মাত্র রাতেই কলেজ ক্যাম্পাসে যায় হরিদেবপুর থানার পুলিশ।তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আটকও করা হয়।
তবে এই ঘটনায় সব থেকে বড় প্রশ্ন, ছাত্রী না হয়েও কী কারণে রাতে তিনি গিয়েছিলেন ওই প্রতিষ্ঠানে। আর সেই প্রশ্নের উত্তর প্রথমে খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।
এ ব্যাপারে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী ও কলেজের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদও করা হয়। খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজও, অন্তত এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। প্রসঙ্গত, জোকার এই ক্যাম্পাস আয়তনে অনেক বড়। সবসময় নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে। তারপরও কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত করছে পুলিশ।