রাত দখল অভিযানে গ্রেফতার আরও এক আন্দোলনকারী

তিলোত্তমাকাণ্ডের প্রতিবাদেরাত দখলেরঅভিযানে নেমেছিল গোটা রাজ্য। কলকাতার একাধিক জায়গার মতো যাদবপুরেও বহু মানুষ আন্দোলনে নেমেছিলেন। রাত দখলের সেই অভিযানে এবার দেশবিরোধী স্লোগান লেখার অভিযোগে গ্রেফতার এক আন্দোলনকারী। নাম চয়ন সেন।

গত ৮ই সেপ্টেম্বর যাদবপুর ৮বিতে দেশবিরোধী স্লোগান লেখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, টাওয়ার ডাম্পিং পদ্ধতিতে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে তাঁকে।বুধবার থানায় তলব করা হয়েছিল চয়নকে।এরপর দীর্ঘক্ষণ জেরাও করা হয় তাঁকে।পরবর্তীতে গ্রেফতার করা হয়।ধৃত চয়নের সঙ্গে নকশালপন্থী আন্দোলনের যোগ রয়েছে বলে।পুলিশের কাছে বিশেষ সূত্রে খবর রয়েছে বলেই জানা যাচ্ছে লালবাজার সূত্রে।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, এই পদ্ধতির সাহায্য়ে একটি নির্দিষ্ট মোবাইল টাওয়ারের অধীনস্থ এলাকায় নির্দিষ্ট সময়ে কোন কোন মোবাইলের নম্বরে ফোন গিয়েছে বা এসেছে, তা চিহ্নিত করা হয়। এরপর প্রত্যেকটি নম্বরের সূত্র ধরে তাঁদের কথাবার্তা ট্রেস করা হয়। অর্থাৎ কার সঙ্গে কথা বলা হয়েছে, কতক্ষণ কথা, যে ফোন করেছে তাঁর পরিচয় কী, কাকেই বা ফোন করা হয়েছে,সবটা জানতে পারেন তদন্তকারীরা। এই ফোন নম্বরের মাধ্যমে অভিযুক্তকে খুঁজে বের করাকেই টাওয়ার ডাম্পিং পদ্ধতি বলে।

এ ক্ষেত্রে, চয়নকে পাকড়াও করতেও এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। একইসঙ্গে পুলিশের দাবি, গত বছরের ৮ই সেপ্টেম্বর ধৃত ব্যক্তি রাস্তার উপরে নিজে হাতে গ্রাফিটি করেছিলেন। পুলিশের দাবি, সেটি দেশ বিরোধী স্লোগান ছিল। সেই কারণে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। এরপর গতকাল তদন্তকারীরা চয়ন সেনকে যাদবপুর থানায় তলব করে। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এরপর বৃহস্পতিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =