ফের ভয়াবহ পথদুর্ঘটনা শহরে। এক বাইক আরোহীকে পিষে দিল সরকারি বাস। ঘটনাস্থল ভিআইপি রোডের বাঙুর অ্যাভেনিউ মোড়। এই পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক আরোহীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ বেপরোয়া গতিতে বারাসত থেকে গড়িয়ার দিকে আসছিল এসি-৩৭। অন্যদিকে, কেষ্টপুরের দিক থেকে বাইক নিয়ে উলটোডাঙার দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে,আচমকাই বাইক আরোহীর সঙ্গে এক সাইকেল চালকের সংঘর্ষ হয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান বাইক আরোহী। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আসা সরকারি বাসটি তাঁকে পিষে দিয়ে চলে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং বাসের চালককেও হেফাজতে নিয়েছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি ও অসাবধানতাকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।