ফের রেল দুর্ঘটনা, বেলাইন সবরমতীর ২২ বগি

শনিবার সকাল সকাল ফের রেল দুর্ঘটনা। উত্তর প্রদেশের কানপুরের কাছে বেলাইন হয় বারাণসী থেকে আহমেদাবাদগামী ১৯১৬৮ সবরমতী এক্সপ্রেস৷ ওই ট্রেনে মোট ১৩০০ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ এদিন রাত ২.৩০ মিনিট নাগাদ কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে ট্রেনের ২২টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে৷ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী ট্রেন। সবরমতী এক্সপ্রেসের যাত্রীদের বাসে কানপুরে নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনার পর ওই লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন ঘুরপথে চলছে, জানিয়েছে রেল।

রেল সূত্রের খবর, একটি বোল্ডার ছিল রেল লাইনে। তাতে ধাক্কা লাগে ইঞ্জিনের। ফলে ক্ষতিগ্রস্ত হয় সেই ইঞ্জিন। তার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে রেল। রেল ঘটনার তদন্ত শুরু করেছে। কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রেলের তরফে। নম্বরগুলি হল- ০৫৩২-২৪০৮১২৮, ০৫৩২-২৪০৭৩৫৩, ০৫৩২-২৪০৮১৪৯।

সবরমতী এক্সপ্রেসের এই দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়, তবে বারবার এই ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + twenty =