আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এবার এফআইআর করল সিবিআইয়ের দুর্নীতিদমন শাখা। সূত্রে খবর, এফআইআর-এর কপি ইতিমধ্যেই আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, আরজি কর আর্থিক ‘বেনিয়ম’। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন গঠন করেছিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। বস্তুত, টালা থানায় অভিযোগ দায়ের করে তদন্তও শুরু করেন সিটের সদস্যরা। কিন্তু সেই মামলাতেও সিবিআই তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর সময়সীমা ৩ সপ্তাহ ধার্য করা হয়েছে আদালতের তরফ থেকে। এরই মধ্যে আরজি কর দুর্নীতির মামলা তদন্তে অগ্রগতি হাইকোর্টের রিপোর্ট দিতে হবে সিবিআইকে। এদিকে শনিবার হাইকোর্টের নির্দেশ নিজাম প্যালেসে গিয়ে মামলা-সক্রান্ত যাবতীয় নথি সিবিআই-কে হস্তান্তর করে সিট। সেই নথি হাতে পাওয়ার পর ফের নতুন করে এফআইআর দায়ের করা হয়। একসময়ে যিনি আরজি করের ডেপুটি সুপার ছিলেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দেহ পাচারের মতো বিস্ফোরক অভিযোগ করেন সেই আখতার আলিই। সঙ্গে বায়ো মেডিক্যাল ওয়েস্ট মানে ব্যবহৃত সিরিঞ্জ, গ্লাভস, স্যালাইনের বোতল পাচার, ফেল করানো ভয় দেখিয়ে পড়ুয়াদের কাছে টাকা নেওয়া, টেন্ডার দুর্নীতি-সহ আরও অভিযোগ উঠেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। এই নথি হাতে পাওয়ার পর ফের নতুন করে এফআইআর দায়ের করা হয়।