কিছুটা স্বস্তিতে অনুব্রত

রাউস অ্যাভিনিউ আদালত ও দিল্লি হাইকোর্টে লাগাতার ধাক্কা খাওয়ার পর গরু পাচার মামলায় এবার বেশ স্বস্তিতে অনুব্রত মণ্ডল। সম্প্রতি নতুন করে অনুব্রতর নামে আরও কিছু বেনামি সম্পত্তির হদিশ মিলেছে। এই সূত্র ধরে নেতাকে নতুন করে শুক্রবার হেফাজতে নেওয়ার আবেদন করে বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পিএমএলএ আইনের ৫০ নম্বর ধারার উল্লেখ করে নতুন করে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে হেফাজতে নিতে চায় ইডি। তবে এর বিরোধিতা করে সওয়াল করেন কেষ্টর আইনজীবি সম্পৃক্তা ঘোষাল। ইডির দাবির তীব্র বিরোধিতা করে আদালতে জানান, ওই আইনে কেবল তাঁদেরকেই হেফাজতে নেওয়া যায়, যারা পুলিশ বা বিচারবিভাগীয় কোনও হেফাজতেই নেই। তবে তার মক্কেল অনুব্রত জেল হেফাজতেই রয়েছেন, তাই এই ধারার প্রয়োগ হতে পারে না।

এদিনে শুনানির পর সবদিক বিচার করে বিচারক রঘুবীর সিং ইডির আর্জি খারিজ করে দেন বিচারপতি। পাশাপাশি এও জানিয়ে দেওযা হয়, ফের অনুব্রতর বয়ান রেকর্ড করতে পারবে না ইডি এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ, পিএমএলএ ৫০-র অধীনে জেলবন্দি অনুব্রতর বয়ান রেকর্ড করা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 5 =