১২ ঘণ্টা পরিষেবা বন্ধের ডাক অ্যাপ ক্যাবের

ভাড়াবৃদ্ধি-সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে এবার পরিষেবা বন্ধের ডাক দিল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন। সঙ্গে সংগঠনের তরফ থেকে এও জানানো হয়েছে, আগামী সপ্তাহে ১২ ঘণ্টার জন্য কলকাতা অ্যাপ ক্যাবের চাকা গড়াবে না। এই সিদ্ধান্ত নিয়েছে ওলা-উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন। এই প্রসঙ্গে সংস্থার সহ সম্পাদক সোহাগ খান জানান, ২৭ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তায় নামবে না কোনও অ্যাপ ক্যাব।

গত কয়েক বছর ধরে তেলের দামবৃদ্ধির পাশাপাশি বাজার অর্থনীতিতে একাধিক বদল ঘটেছে। অথচ সরকার তার সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপ ক্যাবগুলিরর ভাড়াবৃদ্ধি কিংবা অন্যান্য সুবিধা নিয়ে নির্দিষ্ট কোনও নির্দেশিকা জারি হয়নি বলে অভিযোগ। এই ইস্যুতে পরিবহণ দপ্তরে দরবারও করেছে সিটু পরিচালিত অ্যাপ ক্যাব ইউনিয়ন। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি।

সিটু পরিচালিত ওলা, উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের তরফে সহ সম্পাদক সোহাগ খানের অভিযোগ, ‘রাজ্য় সরকার আমাদের চালকদের জন্য় নির্দিষ্টভাবে কোনও ভাড়া বেঁধে দিচ্ছে না। অথচ তেলের দাম যা বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পথে অ্য়াপ ক্য়াব নামানো কঠিন হয়ে যাচ্ছে। ২০ তারিখ আমরা সবাই বৈঠকে বসেছিলাম। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২৭ তারিখ অফলাইন স্ট্রাইকের ডাক দিয়েছি। অর্থাৎ আমাদের তত্বাবধানে যে ওলা, উবের, ইনড্রাইভ, র‌্যাপিডোর মতো অ্য়াপ ক্যাবগুলিকে রাস্তায় নামাতে বারণ করেছি। ওই ১২ ঘণ্টা রাস্তায় অ্য়াপ ক্য়াব চলবে না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =