শিয়ালদহ স্টেশন থেকে অস্ত্র উদ্ধার এসটিএফ-এর

বেআইনি অস্ত্রের ভাণ্ডার হয়ে উঠেছে শহর কলকাতা। আর তা বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনেরও। বেআইনি অস্ত্রের কারবারের খোঁজে ঘুম উড়েছে তদন্তকারীদের। এবার শহরের বুকে, শিয়ালদহ স্টেশনের বাইরে অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। সূত্রে খবর, ধৃত ব্যক্তির কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়।

জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে চত্বর থেকেই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে এসটিএফ। ধৃতের নাম হাসান শেখ। তিনি মালদহের বাসিন্দা।

হাটে বাজারে এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। স্টেশনে নামতেই তাঁর তল্লাশি চালানো হয়। ব্যাগ খুলতেই মেলে আগ্নেয়াস্ত্র ও গুলি। এরপরই তাঁকে আটক করা হয়।

শিয়ালদহ স্টেশনের কাছেই এসসিএফ-এর আধিকারিকেরা সিজার লিস্ট তৈরি করার পাশাপাশি  জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্তকে। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ওই ব্যক্তি বিহার থেকে অস্ত্র নিয়ে আসছিল। বিহারের মানসিং থেকে কলকাতায় অস্ত্র আসে বলেও জানিয়েছে ধৃত।

জানা গিয়েছে, অস্ত্রগুলি বিহারের খাগাড়িয়ায় তৈরি। সেখান থেকে সড়কপথে মানসিং-এ নিয়ে আসা হয়। সেখান থেকে কালিয়াচক হয়ে কলকাতায় আনা হয় অস্ত্র। আর এই কালিয়াচক থেকেই অস্ত্র আনছিলেন তিনি। কাদের কাছে এই বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছিল অভিযুক্ত, তা এখনও জানা যায়নি।

এদিকে সূত্রে খবর, গোয়েন্দাদের কাছে আগেই সূত্র মারফত খবর এসেছিল যে শিয়ালদহ স্টেশন চত্বরেই বেআইনি অস্ত্র নিয়ে আসা হচ্ছে। সেই সূত্রের উপরে ভিত্তি করেই এসটিএফ ওৎ পেতে বসেছিল। ধৃত ওই ব্যক্তি আসতেই প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − six =