বুধবার ধর্মতলার সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা যায় বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। দুর্নীতির অভিযোগে ধৃত মন্ত্রী ও নেতাদের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ধর্মতলার সভা থেকে শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে পার্টি থেকে সাসপেন্ড করে দেখান।’ এরই কয়েক ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শাহের উদ্দেশে কুণাল বলেন, ‘যে রাজ্যে যাদেরকে চোর বলেছেন, সেই চোর চোট্টা শুভেন্দু এখন ওয়াশিং মেশিনে ঢুকে আপনাদের সঙ্গে দল করছেন। আপনার ক্ষমতা থাকলে শুভেন্দুকে গ্রেফতার করুন, তারপর আমাদের দিকে তাকিয়ে কোনও কথা বলবেন।’ এরই পাশাপাশি কুণালের সংযোজন, ‘আপনাকে কী এরা খবরও দেয় না! তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হল। এই খবরটা আপনাকে কেউ দেয় না।সুতরাং তৃণমূল কংগ্রেস জানে কখন কী করতে হয়। একটা প্রসেস চলে।’ বুধবার শাহি সভার পর এমনই চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জকে ঘিরে ফের তেতে উঠছে বঙ্গ রাজনীতি।
এদিকে বুধবার বিজেপির সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এও ব্যাখ্যা দিতে শোনা যায়, কেন পার্থ, অনুব্রত, জ্যোতিপ্রিয়দের তৃণমূল সাসপেন্ড করছে না তারও।এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘দিদি রোজ দুর্গানাম জপছেন, যাতে ভাইপোর নাম না আসে।’
এদিন সভা শেষে এই প্রসঙ্গেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিদ্ধ করে কুণাল জানান, ‘যদি অমুক তমুকের নাম বলে দেয়! মানে কী? আরে তদন্ত করছে সেন্ট্রাল এজেন্সি, আপনাদের হাতে তো রয়েছে। পশ্চিমবঙ্গের জেলে তো নেই। বাইরের জেলে রয়েছে। দরকার হলে জেনে নিন। এই যে খোঁচানো, অমুকের নাম বেরিয়ে গেলে, আপনার এসব কথায় কেউ ভয় পাচ্ছে না। তোয়াক্কাও করছেন না।’