হরিদ্বার থেকে মদ বিক্রির অভিযোগে ধৃত ২

শ্রাবণ মাস থেকে শুরু হয় পুণ্য কানওয়ার মেলা। হরিদ্বারে অনুষ্ঠিত এই মেলাতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। গঙ্গা থেকে জল ভর্তি করে, ভক্তরা কানওয়ারের পথে রওনা হন। এই সময়ে, হরিদ্বারকে ড্রাই এলাকা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এই অঞ্চলে মদ নিষিদ্ধ। যদিও এত কড়াকড়ির পরও অনেকে অসাধু ব্যক্তি বেআইনিভাবে এখানে মদ সরবরাহ যে করছেন তার প্রমাণ মিলল হাতেনাতে। এমনই এক অসমাজিক দলকে মাদকসহ গ্রেফতার করেছে হরিদ্বার পুলিশ। এদের কাছ থেকে মিলেছে বিপুল পরিমাণ অবৈধ মদ। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে হর কি পৌরি চৌকি এলাকায় এক বাড়িতে অভিযান চালানোর সময়, পুলিশ ইংরেজি এবং দেশি মদ এবং ২০টিরও বেশি বিয়ারের ক্যান বাজেয়াপ্ত করেছে।

বেআইনি মদের ব্যবসায় জড়িত দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এদের সঙ্গে দু’জন মহিলাও ছিলেন৷ তাঁরা এখনও তাঁরা পলাতক৷ পুলিশ এদের খোঁজ চালাচ্ছে।

সূত্রে খবর, মদ নিষিদ্ধ হওয়ায় এখানকার কোনও দোকান থেকে মদ কেনা যায় না। তাই এই ব্যক্তিরা ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে মদ সরবরাহ করত। কানওয়াড় মেলার ভিড় যেখানে বেশি সেই সব জায়গায় চলত এই অবৈধ মদ বিক্রি চক্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 7 =