পূর্ব বর্ধমানে জনজাতি তরুণীকে খুনের ঘটনায় গ্রেফতার

গত ১৪ অগাস্ট পূর্ব বর্ধমানের নান্দুর এলাকায় খুন হয়েছিলেন এক জনজাতি তরুণী৷ আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে মেয়েদের রাত দখলের কর্মসূচির দিনই নিজের বাড়়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার হয় তরুণীর গলার নলি কাটা দেহ৷ সেই ঘটনার দশ দিনের মাথায় হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ৷ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে গ্রেফতার করা হল ওই তরুণীকে খুনে অভিযুক্ত যুবককে৷ পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক তরুণীর পূর্ব পরিচিত ছিল৷ অভিযুক্ত যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরায়৷ ধৃত যুবকের নাম অজয় টুডু৷

আরজি কর কাণ্ড নিয়ে শোরগোলের মধ্যেই পূর্ব বর্ধমানের এই ঘটনায় রীতিমতো চাপে পড়েছিল পুলিশ৷ খুনের কিনারা করতে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়৷ গত এক সপ্তাহ ধরে পূর্ব বর্ধমান জেলা পুলিশ পাঁশকুড়ায় গিয়ে ঘাঁটি গেড়ে ছিল৷ শেষ পর্যন্ত তিন বারের চেষ্টায় অভিযুক্তকে জালে তোলে পুলিশ৷

প্রসঙ্গত, এই তরুণী খুন হওয়ার পর গত রবিবার জনজাতিদের সংগঠন গ্রেফতারের দাবিতে গাংপুরে টানা পাঁচ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে। সে দিনই পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করেছিল, ১০ দিনের মাথায় আততায়ীকে গ্রেফতার করা হবে। খুনের ঘটনার ৯ দিন পর অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 9 =