একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ আশাকর্মীদের

স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ আশাকর্মীরা। একগুচ্ছ দাবি নিয়ে সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ আশাকর্মীদের। এদিকে সূত্রে খবর, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা সোমবার স্বাস্থ্যভবনের সামনে জড়ো হন।এদিন তাঁদের দাবি ছিল, আশাকর্মীদের ভাতা বাড়িয়ে ন্যূনতম ১৫ হাজার টাকা করতে হবে। তাঁদের স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। দাবি না মিটলে আগামী ২২ অগাস্ট তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি অভিযান করবে বলে জানান পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমত আরা খাতুন। এই প্রসঙ্গে ইউনিয়নের সম্পাদিকা এও জানান, তাঁরা এখন ৫ হাজার ২০০ টাকা ভাতা পান। কোনও নির্দিষ্ট ছুটি নেই। আশাকর্মীদের দাবি, তাঁদের নির্দিষ্ট ছুটি দিতে হবে। পিএফ, ইএসআই চালু করতে হবে, যা এখন নেই।

এদিন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমত আরা খাতুন বলেন, ‘১৮ মার্চ এসেছিলাম। ২৮ মার্চ এসেছিলাম। আজও এসেছি। আমাদের দাবি, আশাকর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। ভাতা ঠিকমতো পাওয়া যায় না। অতীতের সব বকেয়া মিটিয়ে দিতে হবে। ন্যূনতম ভাতা ১৫ হাজার টাকা করতে হবে। কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তাঁরা পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দিতে হবে।’ স্বাস্থ্যভবনের কর্তাদের স্মারকলিপি দিতে তাঁরা এখানে এসেছেন বলে জানান।

রাজ্যে ৭০ হাজারের মতো আশাকর্মী রয়েছেন বলে জানান পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা। তাঁদের দাবি মানা না হলে কর্মবিরতির পথে হাঁটতে পারেন আশাকর্মীরা। একইসঙ্গে ইসমত আরা খাতুন জানালেন,  ‘দাবি মানা না হলে আগামী ২২ অগস্ট কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে যাব।’ একইসঙ্গে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা এও জানান, তাঁকে মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে তাঁরা জানেন। ফলে তাঁদের দাবি যে মুখ্যমন্ত্রী শুনবেন সে আশাও তাঁরা রাখছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =