সাউথ কলকাতা ল কলেজের ঘটনার পর কড়া পদক্ষেপ নিতে দেখা গেল দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজকেও।আর এই পদক্ষেপ থেকে স্পষ্ট কসবার ল কলেজের মতো কোনও ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটতে দিতে নারাজ আশুতোষ কলেজ কর্তৃপক্ষ।আর সেই কারণেই আগে থেকে কড়া অনুশাসনে বেঁধে ফেলা হচ্ছে কলেজকে।
কলেজে যে নয়া নিয়ম চালু হতে চলেছে সে ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকেও দেওয়া হল এক স্পষ্ট বার্তা। সেখানে জানানো হয়েছে—যে কোনও বহিরাগতকে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে অধ্যক্ষের লিখিত অনুমতি নিতে হবে। শুধু তাই নয়, এই নিয়ম কার্যকর হবে প্রাক্তন ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও। পাশাপাশি এও জানানো হয়েছে, কলেজের কমন রুম ছাড়া ক্যাম্পাসের অন্য কোথাও ছাত্রছাত্রীদের আড্ডা দেওয়া চলবে না। এর পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ এও জানিয়ে দিয়েছে যে, অন্যত্র দাঁড়িয়ে আড্ডা বা গসিপ করতে দেখলে সিকিউরিটি গার্ডদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।
আর কলেজ ছুটি হয়ে যাওয়ার ব্যাপারেও এবার কঠোর সিদ্ধান্ত আশুতোষ কলেজ কর্তৃপক্ষের। স্পষ্ট জানানো হয়েছে, প্র্যাকটিক্যাল ক্লাস থাকলেও ছাত্রছাত্রীদের সাড়ে পাঁচটার মধ্যেই ছুটি দিতে হবে। কারণ, কসবা ল কলেজে যে জঘন্য ঘটনা ঘটে তা সংঘটিত হয়েছিল কলেজ ছুটি হওয়ার পরই। কলেজ কর্তৃপক্ষের সাফ বার্তা, নিরাপত্তা নিয়ে আর কোনও ঝুঁকি নয়।
এই নির্দেশিকা শুধুমাত্র বর্তমান পড়ুয়াদের জন্য নয়, প্রাক্তনদের জন্যও সমানভাবে প্রযোজ্য। আর এই প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের দাবি, ‘আমরা চাই ছাত্রছাত্রীরা যেন নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা দেওয়ার জায়গা হিসেবেই রাখার পক্ষেই আমরা। তাই কোনওরকম বিশৃঙ্খলা বা বহিরাগত প্রভাব বরদাস্ত করা হবে না।’