দিল্লির রংয়ের কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু অন্তত ১১ জনের

বৃহস্পতিবার সন্ধেয় যে আগুন লাগে  দিল্লির আলিপুর এলাকায় এক রংয়ের কারখানায়, তাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত এগারো জনের।গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।দিল্লির দমকল দফতর সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনার পর, আলিপুরের দয়ালপুর মার্কেটে অবস্থিত ওই কারখানার চত্বর থেকে এগারোজন নিহতের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে এক পুলিশ কর্মীর দেহও রয়েছে। উদ্ধার অভিযানে গিয়ে মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর, এমনটাই জানানো হয়েছে দিল্লি ফায়ার সার্ভিসেসের তরফ থেকে। সঙ্গে দিল্লি ফায়ার সার্ভিসেসের তরফ থেকে এও জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়েছিল তারা। প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। সব মিলিয়ে দমকলের ২২টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নকাণ্ড সম্পর্কে দমকল বিভাগের এক কর্তা জানান, ‘হতাহতদের অধিকাংশকেই বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারজন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে রাজা হরিশচন্দ্র হাসপাতালে।তবে মৃত ব্যক্তিদের সকলকে এখনও শনাক্ত করা যায়নি।’ এদিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লেগেছিল। তার আগে, একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হয়েছিল। সেই শব্দ শুনে বহু মানুষ ওই এলাকায় জড়ো হয়েছিলেন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর, দমকলের প্রায় ৭-৮টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে, পরিস্থিতির গুরুত্ব বিচারে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আনা হয়।

এদিকে দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, ওই বিস্ফোরণ থেকেই আগুন লেগেছিল। সম্ভবত কারখানায় রাখা রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে রঙের কারখানাটির পাশাপাশি, আশপাশের বেশ কয়েকটি বাড়ি ও দোকানেও আগুন ধরে গিয়েছিল। ওই বাড়ি ও দোকানগুলিরও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রায় ৪ ঘন্টার নিরলস চেষ্টায়, রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছিল। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর থেকে বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও, অনুসন্ধান অভিযান এখনও চলছে। কীভাবে এই আগুন লাগল, তার তদন্তের জন্য পুলিশ এবং দমকলের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 3 =