৬ দফার ভোট শেষ। শনিবার সপ্তম তথা শেষ দফা। বাংলায় সেদিন ভোটগ্রহণ কলকাতা-সহ দুই ২৪ পরগনার ৯ আসনে। এরপর ৪ জুন যখন ফল ঘোষণা। তখনই স্থির হয়ে যাবে দিল্লির মসনদে কে বসতে চলেছে? আরও ৫ বছরের জন্য মোদি প্রধানমন্ত্রী থাকবেন নাকি সরকার চালাবে বিরোধীদের ইন্ডিয়া জোট?
এদিকে ৬ দফায় ভোটে ট্রেন্ডে দেখে ইন্ডিয়া জোটকেই এগিয়ে রাখছে সাট্টা বাজার। সঙ্গে এও বলা হচ্ছে, সংখ্য়াগরিষ্ঠতা পাবে না বিজেপির নেতৃত্বাধীন জোট। তবে বিষয়টা সম্পূর্ণ অনুমান ভিত্তিক।
লোকসভা ভোটের সম্ভাব্য ফল
—
ফালোদি সাট্টা বাজার
—
কংগ্রেস- ১১৭
ইন্ডিয়া জোট- ২৪৬
বিজেপি-২০৯
এনডিএ-২৫৩
—
পালানপুর সাট্টা বাজার
—
কংগ্রেস-১১২
ইন্ডিয়া জোট- ২২৫
বিজেপি-২১৬
এনডিএ-২৪৭
—
কার্নাল সাট্টা বাজার
—
কংগ্রেস- ১০৮
ইন্ডিয়া জোট- ২৩১
বিজেপি-২৩৫
এনডিএ-২৬৩
—-
ভোহরি সাট্টা বাজার
—
কংগ্রেস- ১১৫
ইন্ডিয়া জোট- ২১২
বিজেপি-২২৭
এনডিএ-২৫৫
—
বেলগাম সাট্টা বাজার
—
কংগ্রেস-১২০
ইন্ডিয়া জোট- ২৩০
বিজেপি-২২৩
এনডিএ-২৬৫
—
কলকাতা সাট্টা বাজার
—
কংগ্রেস- ১২৮
ইন্ডিয়া জোট- ২২৮
বিজেপি-২১৮
এনডিএ-২৬১
—
বিজয়ওয়াড়া সাট্টা বাজার
—
কংগ্রেস- ১২১
ইন্ডিয়া জোট- ২৩৭
বিজেপি-২২৪
এনডিএ-২৫১
—
ইন্ডোর সারাফা
—
কংগ্রেস- ৯৪
ইন্ডিয়া জোট- ১৮০
বিজেপি-২৬০
এনডিএ-২৮৩
—
আহমেদাবাদ চোখা বার
—-
কংগ্রেস- ১০৪
ইন্ডিয়া জোট- ১৯৩
বিজেপি-২৪১
এনডিএ-২৭০
—
সুরাত মাঘহোবী
—
কংগ্রেস- ৯৬
ইন্ডিয়া জোট- ১৮৬
বিজেপি-২৪৭
এনডিএ-২৮২
—
ওপিয়ন পোল অবশ্য অন্য কথা বলছে। দেশে কার্যত সমস্ত ওপিয়িন পোলে বিজেপি সংখ্যাগরিষ্ঠা পাওয়া অনুমান করা হয়েছে।