আন্দুল রোডের ধারে আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম কাউন্টারে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। প্রথমে গ্যাস কাটার দিয়ে ফালি ফালি করে এটিএম মেশিনটি। এরপর সেটির মধ্যে থাকা টাকা নিয়ে চম্পট দেয় তারা।এছাড়াও, মেশিনের একটি অংশকে ভেঙে রাস্তার মাঝেই ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। ভাঙা হয়েছে এটিএমের সিসিটিভি ক্যামেরাটিও।
এদিকে স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে যে এমন তাণ্ডব ঘটেছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তাঁরা। পরে সকালে এলাকায় লোক চলাচল শুরু হতেই নজরে আসে রাস্তার মাঝে পড়ে থাকা এটিএমের ভাঙা অংশটি। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। এই ঘটনায় স্থানাীয়রা জানান, রাস্তার মাঝেই এটিএম মেশিনের একটা ভাঙা অংশ ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। এটিএম মেশিনটিকেও একেবারে জ্বালিয়ে দেয় তারা।
তবে ঠিক কত টাকা চুরি হয়েছে, সেই বিষয়ে এখনও আন্দাজ করা সম্ভব হয়নি। ব্যাঙ্কের আধিকারিকরা এলেই তা জানা সম্ভব হবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ইতিমধ্য়ে এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় সেই এটিএমে কোনও নিরাপত্তারক্ষীও ছিল না বলে জানাচ্ছে পুলিশ।
এই ঘটনায় পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, ‘যে গ্যাং এই কাজ করেছে তাদের চিহ্নিত করা গিয়েছে। তাদের গাড়ি আটক করা হয়েছে। তবে টাকা লুঠ হলেও তার পরিমাণ জানা এখনও সম্ভব হয়নি।’