বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়িতে হামলার ঘটনায় শনিবার দুপুরে হঠাৎ-ই রণক্ষেত্র হয়ে ওঠে ঝাড়গ্রাম। চলে ইটবৃষ্টি, বিক্ষোভ,ভাঙচুর।কার্যত ধুন্ধুমার অবস্থা। সূত্রে খবর, এই হামলার ঘটনায় আক্রান্ত হন খোদ বিজেপি প্রার্থী। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীকেও মারধর করা হয় বলে অভিযোগ।
সূত্রে এ খবরও মিলেছে, ঝাড়গ্রামের গড়বেতা বিধানসভার মোগলাপাতা গ্রামে প্রণত টুডু পৌঁছতেই প্রায় এক থেকে দেড়শো গ্রামবাসী তাঁকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। তারপরই হঠাৎ করে তাঁরা বড়-বড় ইট-পাটকেলও ছুড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে প্রণত টুডুর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরাও সামাল দিতে পারেননি। কার্যত মাথায় হাত চাপা দিয়ে পালাতে হয় সেখান থেকে। সঙ্গে ঘটনাস্থল থেকে ছুটে পালাতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকেও। এই হামলার সময় ইটের আঘাতে বিজেপি প্রার্থীর গাড়ির কাচ ভাঙে। স্থানীয় সূত্রে খবর, মাথায় আঘাত লেগেছে প্রণতেরও। তাঁকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।