৯ জুলাই সরকারি দপ্তরে উপস্থিতি বাধ্যতামূলক, জানাল নবান্ন

আগামী ৯ জুলাই বনধ ডেকেছে শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন। তবে সে দিন  বনধ থাকলেও অফিসে আসতেই হবে সরকারি কর্মচারিদের প্রত্যেককে। কোনওভাবেই কামাই করা যাবে না অফিস। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয় নবান্নের তরফে। সেদিন বৈধ কারণ ছাড়া অফিস ছুটি করলে বা হাফ ডে নিলে সরকারি কর্মচারিদের শোকজ নোটিস দেওয়া হতে পারে, সোমবার এমনটাও জানাল রাজ্য সরকার।

বিজ্ঞপ্ততে বলা হয়েছে আগামী ৯ জুলাই, সরকারি অফিস বা সরকারি সাহায্য প্রাপ্ত অফিস খোলা থাকবে। সেদিন সকল কর্মচারিকে বাধ্যতামূলক অফিস আসতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সঙ্গে এও জানানো হয়েছে, সেদিন কোনও সরকারি কর্মচারি কোনওধরনের ক্যাজুয়াল লিভ বা হাফ ছুটি নিতে পারবেন না। কোনও অনুমতি ছাড়া সেদিন কোনও সরকারি কর্মচারি অফিসে অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে বেতন কাটা যেতে পারে। ধরানো হতে পারে শোকজ নোটিসও। আর সেই শোকজের জবাব না দিলে কড়া পদক্ষেপও করা হতে পারে।

তবে নবান্নের তরফে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে এদিনের এই উপস্থিতির ব্যাপারে। এর মধ্যে রয়েছে, এক, কোনও কর্মী যদি অসুস্থার কারণে হাসপাতালে ভর্তি থাকেন। দুই, পরিবারের কোনও সদস্যের মৃত্যু হলে। তিন, কোনও কর্মী গুরুতর অসুস্থ হলে। চার, ৮ তারিখের আগে থেকে কোনও কর্মী অনুপস্থিত থাকলে। পাঁচ, যদি মাতৃত্বকালীন ছুটি বা সন্তানের দেখভাল অথবা কোনও ধরণের অসুস্থার জন্য আগে থেকে ছুটি নেওয়া থাকলে তখন ওই কর্মীর ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেবে না নবান্ন।তবে এর বাইরে কেউ যদি অফিস কামাই করেন, তাহলে তাকে শোকজ নোটিস ধরানোর পাশাপাশি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে সরকার। প্রসঙ্গত, শ্রমিক সংগঠনগুলি ২১টি শ্রম আইন বাতিল ও চারটি শ্রম কোড বাতিলের বিরোধীতা করে এই বনধের ডাক দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seven =