অন্তরাগ্রামে  অন্তরা ইন্সটিটিউট অব হেলথ সায়েন্সেস-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অ্যাক্সিস ব্যাঙ্কের

ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক অন্তরার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতার অন্তরাগ্রামে অ্যাক্সিস ব্যাঙ্ক আন্টারা ইন্সটিটিউট অব হেলথ সায়েন্সেস (AIHS)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করল। অনুষ্ঠানটি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত হয় এবং এটি ভারতের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবায় প্রবেশাধিক্য বাড়ানোর প্রতি ব্যাঙ্কের অঙ্গীকারকে জোরদার করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ চৌধুরী, এমডি এবং সিইও, অ্যাক্সিস ব্যাঙ্ক; রেইনল্ড ডি’সুজা, প্রেসিডেন্ট ও হেড – ব্রাঞ্চ ব্যাংকিং, নর্থ ও ইস্ট ও টিএএসসি বিজনেস, অ্যাক্সিস ব্যাঙ্ক; ডা. ম্যাথিউ পি. জন,  সাধারণ সম্পাদক, অন্তরা; কমল প্রকাশ, প্রেসিডেন্ট, অন্তরা ও অ্যাক্সিস ব্যাঙ্কের সিনিয়র প্রতিনিধিবৃন্দ।

এই দুই সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অন্তরা ইন্সটিটিউট অব হেলথ সায়েন্সেস প্রতিষ্ঠা পূর্ব ভারতীয় অঞ্চলে মানসিক স্বাস্থ্য শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই ইনস্টিটিউটটি ছাত্র এবং পেশাদার উভয়ের জন্য মানসিক স্বাস্থ্য ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি অধ্যয়নের জন্য উচ্চমানের কেন্দ্র হিসেবে কাজ করবে। ইনস্টিটিউটটি আধুনিক অবকাঠামো, অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং প্রশিক্ষণ সম্পদের সাথে সজ্জিত থাকবে, যা ভারতের দক্ষ মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের তীব্র ঘাটতি দূর করতে সহায়ক হবে। এই উদ্যোগটি আগামী প্রজন্মের জন্য সমগ্রমুখী মানসিক স্বাস্থ্য সেবা ও শিক্ষাকে উন্নীত করার ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্ক ও আন্টারার যৌথ দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।

এই উপলক্ষে বক্তব্য রেখে অমিতাভ চৌধুরী, এমডি এবং সিইও, অ্যাক্সিস ব্যাঙ্ক বলেন, ‘মানসিক স্বাস্থ্যের প্রতি নিবেদিত একটি পথিকৃৎ শিক্ষাসংস্থার প্রতিষ্ঠায় আন্টারার সাথে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এটি কেবল একটি ইনস্টিটিউট নির্মাণের ব্যাপার নয়, এটি ভারতের জন্য আশা, সক্ষমতা ও সংগ্রামশীলতা তৈরির ব্যাপার। শিক্ষার্থী ও পেশাদারিদের বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে ক্ষমতায়িত করে আমরা একটি পদক্ষেপ নিচ্ছি যাতে মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা প্রতিটি প্রয়োজনে থাকা সম্প্রদায়ের জন্য সহজলভ্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + one =