ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম অ্যাক্সিস ব্যাংক, সগর্বে ঘোষণা করছে যে অন্তরা সাইকায়াট্রিক হসপিটালের সঙ্গে কলকাতায় অ্যাক্সিস ব্যাংক–অন্তরা ইনস্টিটিউট অফ হেলথ সাইন্সেস প্রতিষ্ঠা করার জন্য এক মউ স্বাক্ষরিত হয়েছে। এই শিক্ষাকেন্দ্র পুরোপুরি মানসিক স্বাস্থ্যের ওপরেই নিজেদের নিয়োজিত রাখবে বলে মউ-স্বাক্ষর পত্রে উল্লেখও করা হয়েছে। এর পাশাপাশি এখানে মনোরোগের চিকিৎসা, মনস্তত্ত্ব, নার্সিং, সামাজিক কাজ ও কাউন্সেলিং নিয়ে অনুমোদিত পাঠ্যক্রম থাকবে। এর পাশাপাশি এটা পূর্ব ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য শিক্ষাকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠবে, যেখানে মনোরোগের চিকিৎসা, মনস্তত্ত্ব, নার্সিং, সামাজিক কাজ এবং কাউন্সেলিং নিয়ে অনুমোদিত পাঠ্যক্রমে শিক্ষা নেওয়া যাবে।
ওয়ারলির অ্যাক্সিস হাউসে এইমউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ চৌধুরী, এমডি অ্যান্ড সিইও, অ্যাক্সিস ব্যাংক; বিজয় মুলবগল, গ্রুপ এক্সিকিউটিভ অ্যান্ড হেড, হোলসেল ব্যাংক কভারেজ অ্যান্ড সাস্টেনেবিলিটি, অ্যাক্সিস ব্যাংক; কমল প্রকাশ, প্রেসিডেন্ট, অন্তরা; এবং ডঃ ম্যাথিউ পি জন, অনারারি জেনারেল সেক্রেটারি, অন্তরা।
অ্যাক্সিস ব্যাংক–অন্তরা ইনস্টিটিউট অফ হেলথ সাইন্সেস পুরোপুরি মানসিক স্বাস্থ্য বিশেষ ভাবে দেখভালের সুপরিচিত। এই মউ স্বাক্ষরের ফলে তারা তাদের পূর্ব ভারতে প্রথম এবং সারা ভারতে এটি অন্যতম হয়ে উঠবে। ২০২৫ সালের মে মাসে অন্তরা ন্যাশনাল বোর্ড অফ একজামিনেশনস ইন মেডিকাল সাইন্সেজের দ্বারা অনুমোদিত পশ্চিমবঙ্গের প্রথম হাসপাতালে পরিণত হয়। এই প্রতিষ্ঠানের লক্ষ্য ২০২৬ সাল থেকে নিজের বিদ্যায়তনিক পাঠ্যক্রম চালু করা এবং ২০২৮ সালের মধ্যে ২০০ ছাত্রছাত্রীকে ভর্তি করা।
স্বাক্ষর অনুষ্ঠানে বিজয় মুলবগল, গ্রুপ এক্সিকিউটিভ অ্যান্ড হেড, হোলসেল ব্যাংক কভারেজ অ্যান্ড সাস্টেনেবিলিটি, অ্যাক্সিস ব্যাংক বলেন, ‘ভবিষ্যতের পেশাদারদের প্রশিক্ষণ দেওয়া, মানসিক স্বাস্থ্য পরিষেবাকে সকলের নাগালের মধ্যে আনা এবং ভারতে মানসিক স্বাস্থ্য নিয়ে যে কথাবার্তা চালু আছে তার উন্নতি ঘটানোর জন্যে একখানা বিশ্বমানের প্রতিষ্ঠান স্থাপন করতে অন্তরার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে অ্যাক্সিস ব্যাংক সম্মানিত বোধ করছে। এই প্রকল্প এমন অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ, যেখানে নমনীয় ও সহানুভূতিসম্পন্ন ভারতের জন্য মানসিক সুস্থতা আমাদের যৌথ অগ্রাধিকার।’
এর পাশাপাশি ডঃ ম্যাথিউ পি জন, অনারারি জেনারেল সেক্রেটারি, অন্তরা জানান, ‘এই পার্টনারশিপ ভারতে মানসিক স্বাস্থ্যের শিক্ষার জন্যে এক রূপান্তরমূলক মুহূর্তের সূচক। মনোরোগের চিকিৎসা, মনস্তত্ত্ব, নার্সিং, সামাজিক কাজ ও কাউন্সেলিংয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য একখানা একান্ত নিবেদিত প্রতিষ্ঠান স্থাপন করে একটা দৃঢ় সমাজের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যব্যবস্থার দীর্ঘকালীন যে শূন্যস্থান রয়েছে তা পূরণ করা হল।’