আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় জামিন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। শিয়ালদহ আদালতে জামিন পেলেন দুজনে। ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁদের। ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেলেন সন্দীপ ও অভিজিৎ।
জামিন পেলেও দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। সেই শর্ত মানলে তবেই অভিজিৎ মণ্ডলের জেলমুক্তি হবে বলে আদালত সূত্রে খবর। তবে, সন্দীপ ঘোষের জেলমুক্তি এখনই সম্ভব নয় বলে জানা যাচ্ছে। কারণ তাঁর বিরুদ্ধে চলছে আরজি করের দুর্নীতি মামলাও। সেই মামলায় সন্দীপ ঘোষকে থাকতে হচ্ছে জেলেই। প্রসঙ্গত, সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে তিলোত্তমার খুন-ধর্ষণ কাণ্ডে তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ এনেছিল সিবিআই। পাশাপাশি মামলায় প্রভাব খাটানোর অভিযোগও একাধিকবার সামনে এসেছে। তবে এদিন শুনানিতে দেখা যায় দুই অভিযুক্তকেই হেফজতে নিতে চাইল না সিবিআই। তারপরেই জামিনের সম্ভাবনা তীব্র হতে থাকে।
এদিকে এই খবর সামনে আসতেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায় তিলোত্তমার বাবাকে। স্পষ্ট ভাষায় জানান,’ওরা যে তদন্ত ঠিক পথে করছেন না তার প্রমাণ পাওয়া গেল। উচ্চ আদালতে যেতে হবে এবার।’