ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল বেসরকারি ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্কের সঙ্গে মউ চুক্তি হল টাটা মোটরসের। এই মউ চুক্তির মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক সমগ্র বাণিজ্যিক গাড়ির পোর্টফোলিও জুড়ে আর্থিক সহায়তা প্রদান করবে। এর ফলে গ্রাহকরা ব্যাঙ্কের বিস্তৃত নেটওয়ার্ক থেকে উপকৃত হবেন।
এই প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের গ্রাহক ঋণদান ও মর্টগেজ বিভাগের প্রধান সন্তোষ নায়ার জানান, ‘বান্ধন ব্যাঙ্ক টাটা মোটরসের সঙ্গে মউ চুক্তির মাধ্যমে গাড়ির আর্থিক সমাধানের প্রস্তাব দিয়েছে। বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের বিভিন্ন আর্থিক প্রয়োজন মেটাতে এই সংস্থা আমাদের নিষ্ঠা প্রতিফলিত করে এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সহায়ক হবে।’
এই মউ চুক্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে টাটা মোটরসের ট্রাক্স-এর ভাইস প্রেসিডেন্ট রাজেশ কাউল জানান, ‘এই মউ-চুক্তির মাধ্যমে বন্ধন ব্যাঙ্কের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই মউ চুক্তির মধ্য দিয়ে সহজে ব্যবসা-বাণিজ্যের লক্ষ্য অর্জনে আমাদের গ্রাহক-বান্ধব ও দক্ষ আর্থিক সমাধানের অঙ্গীকার প্রতিফলিত হয়। আমরা একইসঙ্গে আমাদের মূল্যবান বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের আরও বেশি সুযোগ-সুবিধা ও সহায়তার প্রত্যাশা করি।’