বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে চালু হল জিএসটি সংগ্রহের পরিষেবা প্রদান

কলকাতা, ৯ সেপ্টেম্বর, ২০২৪: বন্ধন ব্যাঙ্ক এবার গ্রাহক এবং অগ্রাহক উভয়ের সুবিধার্থে অনলাইন এবং অফলাইন মোডের মাধ্যমে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর সংগ্রহের পরিষেবা চালু করল। সোমবার বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়। এর ফলে ব্যাঙ্কের গ্রাহক এবং অন্যান্য করদাতাদের জন্য জিএসটি প্রদান করা সহজ হয়ে উঠবে বলে মনে করছেন এই ব্যাঙ্কের শীর্ষকর্তারা। সঙ্গে এও জানানো হয়, এর ফলে, বন্ধন ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকেরা বন্ধন ব্যাঙ্কের রিটেইল ইন্টারনেট ব্যাঙ্কিং এবং কর্পোরেট ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত, সুনির্দিষ্ট এবং সুবিধাজনক পদ্ধতিতে তাদের জিএসটি পরিশোধ করতে পারবেন। এর পাশাপাশি তাঁরা ব্যাঙ্কের যেকোনো শাখায় নগদ, চেক বা ডিমান্ড ড্রাফট ব্যবহার করেও কর পরিশোধ করতে পারবেন।

এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে বন্ধন ব্যাঙ্কের একজিকিউটিভ ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার রাজিন্দর বাব্বর জানান, ‘জিএসটি কর সংগ্রহের সূচনা আমাদের গ্রাহকদের কাছে সরকারি পরিষেবাগুলি নিয়ে আসার পথে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক। সরকার যখন নাগরিকদের জন্য ব্যবসা আরও সহজ করার দিকে মনোনিবেশ করছে তখন বন্ধন ব্যাঙ্কও তার উন্নত ডিজিটাল ও প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধন ব্যাঙ্কে গ্রাহক পরিষেবার প্রতি আমাদের অঙ্গীকার আমাদের প্রতিটি কেন্দ্রে রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 17 =