মোট ব্যবসা ২৪ শতাংশ বৃদ্ধি, জানাল বন্ধন ব্যাংক

Featured Video Play Icon

বন্ধন ব্যাংক ২০২৪২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ঘোষণা করল। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে ব্যাংকের তরফ থেকে জানানো হয, ব্যাংকের মোট ব্যবসা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২.৭৩ লক্ষ কোটি টাকায়। মোট আমানতের জন্য ব্যাংকের খুচরা শেয়ার এখন প্রায় ৬৮ শতাংশে দাঁড়িয়ে। এর পাশাপাশি ব্যাংকের তরফ থেকে এদিন এও দাবি করা হয়, গত ত্রৈমাসিকে যে উৎসাহব্যঞ্জক প্রবৃদ্ধি দেখা গেছে।

এর পাশাপাশি এও জানানো হযেছে যে, ২০২৪২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ব্যাংকের আমানত আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার ফলে মোট আমানতের পরিমাণ এখন ১.৪৩ লক্ষ কোটি টাকা এবং মোট অগ্রিমের পরিমাণ ১.৩১ লক্ষ কোটি টাকা। চলতি অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) অনুপাত সামগ্রিক আমানত বইয়ের ৩৩.২ শতাংশে  দাঁড়িয়েছে। মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিএআর) ব্যাংকের স্থিতিশীলতার একটি সূচক, নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার চেয়ে ১৫.৬শতাংশবেশি।

ব্যাংকের অন্তর্বর্তীকালীন এমডি ও সিইও রতন কুমার কেশ জানান, ‘দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের অসাধারণ পারফরম্যান্স আমাদের গুণগত উন্নতির ধারাকে স্পষ্টভাবে তুলে ধরেছে, যেখানে ঝুঁকি ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্সের প্রতি আমাদের দৃঢ় মনোযোগ রয়েছে। এই সাফল্যের মূলে রয়েছে আমাদের গ্রাহকদের আস্থা এবং কর্মীদের পরিশ্রম। আমরা প্রযুক্তিতে আধুনিকত্ব আনার মাধ্যমে, প্রক্রিয়াগুলোকে আরও কার্যকর করে এবং পণ্য ও মানবসম্পদ উন্নত করে বন্ধন ব্যাঙ্ক ২.০-এর জন্য মজবুত ভিত তৈরি করছি।’ এর পাশাপাশি তিনি এও জানান, বন্ধন ব্যাঙ্ক তার রিটেল ব্যবসা বাড়ানোর সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে অ্যাসেট ডাইভার্সিফিকেশন উপর তার ফোকাস অব্যাহত রেখেছে। ব্যাঙ্ক উচ্চ উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বৃহত্তর ডিজিটাইজেশনের দিকে মনোনিবেশ করতে চায়। এটি গ্রাহকের সামগ্রিক অভিজ্ঞতার উন্নতি ঘটাতে সাহায্য করবে। সাম্প্রতিক মাসগুলিতে, ব্যাঙ্ক বেশ কিছু নতুন প্রোডাক্টস লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে ট্রেড সার্ভিস, পেনশন স্কিম, ‘অবনি সেভিংস অ্যাকাউন্ট’, এবং জিএসটি পেমেন্ট পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =