ফের বিমান বিভ্রাট। যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা থেকে উড়তে পারল না থাই এয়ারলাইন্সের ব্যাঙ্ককগামী বিমান। রাত ২:৩৫ মিনিট নাগাদ ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও বিমান ওড়ার আগেই বিমানে যান্ত্রিক ত্রুটি রয়েছে, বুঝতে পারেন পাইলট। এরপর কারিগরি ত্রুটির কারণে রাত ০৩টে ৩০ মিনিটে বাতিল করা হয় বিমানটি।
সূত্রের খবর অনুযায়ী, থাই লায়ন এয়ারের এসএল ২৪৩ উড়ানের রওনা হওয়ার কথা ছিল রাত ২টো ৩৫ মিনিট নাগাদ।নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীদের তোলা হয় বিমানে। ট্যাক্সিওয়ে থেকে গতি নিয়েও নেয় বিমানটি। কিন্তু রানওয়ের মুখে বাঁক নেওয়ার সময় আচমকা থেমে যায়। যাত্রীদের অভিযোগ, তখনই বিমানটিতে ফ্ল্যাপের সমস্যা ধরা পড়ে। অর্থাৎ, বিমানের ডানার এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ যন্ত্র বিকল হয়ে যায়। থাই এয়ারলাইন্সের বিমান এসএল–২৪৩ যান্ত্রিক ত্রুটির কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে থেমে থাকে।
তবে এদিনের এই ঘটনায় নাকাল হন যাত্রীরা। কারণ, এরপর যাত্রীদের নামিয়ে আনার বদলে ঘণ্টা তিনেক বিমানের ভিতরেই বসিয়ে রাখা হয়। এই সময় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও কাজ করছিল না বলে অভিযোগ তাদের। ভিতরে শুরু হয় তীব্র অস্বস্তি, আতঙ্ক। এই সময় বিমানের টেকনিশিয়ানদের বিমানের ডানায় উঠে কাজ করতে দেখা যায়।
এরপর শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিমানটিতে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, আর তাৎক্ষণিকভাবে বিমানটি আর উড়তে পারবে না। এরপর যাত্রীদের বিমান থেকে নামিয়ে বিমান সংস্থার খরচে হোটেলে পাঠানো হয়। বিমানটিতে ১৩০ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। প্রয়োজনীয় মেরামতের জন্য বিমানটিকে আপাতত কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ৩৪ নম্বর বে–তে রাখা হয়েছে। এদিকে উড়ান সংস্থার তরফ থেকে জানানো হয়, বিমানটি মেরামত করা হচ্ছে। রবিবার ভোর ৪টে নাগাদ সেই বিমানেই যাত্রীদের ব্যাংককে পাঠানো হবে। তবে, এই বিমানে উড়তে অনেকেই আপত্তি জানিয়েছেন।
এদিনের এই ঘটনার পর ফের আন্তর্জাতিক উড়ানে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। গত মাসেই আমেদাবাদ থেকে লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান রানওয়ে ছাড়ার পরপরই ভেঙে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বোয়িংয়ের এই বিমানে সমস্যা দেখা দেওয়ায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।