প্রয়াত মহীনের শেষ ঘোড়া

দীর্ঘ লড়াই  শেষ। প্রয়াত মহীনের শেষ ঘোড়া। অন্য সুরলোকে পাড়ি জমালেন তাপস বাপি দাস। ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। প্রতি নিয়ত দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই চলছিল তাঁর। এদিকে বাংলা রকব্যান্ড মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতার চিকিৎসার টাকা জোগানের জন্য পথেও নেমেছিলেন শিল্পীরা। রাজ্য সরকারের তরফ থেকে শিল্পীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। দিন কুড়ি আগে পর্যন্তও তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার সকালে সব লড়াইয়ে দীর্ঘ দাঁড়ি টানলেন বাপি।

সূত্রে খবর, এদিন এস এস কে এম হাসপাতালে সকাল সাড়ে ন’টা নাগাদ মারা যান বাপি। বয়স হয়েছিল প্রায় ৭০। এদিকে শারীরিক অবস্থার বারবার অবনতির কারণে মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি করা হচ্ছিল। কিন্তু এ বার আর তাঁর ফেরা হল না। ২০২৩-এর শুরুতেই জানা যায়, ক্যানসারের চিকিৎসার জন্য কেমোথেরাপি চলছে তাপসের। ঠিক ভাবে খেতেও পারছিলেন না তিনি। ওজনও কমে গিয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, এসএসকেএম থেকে বাপির দেহ নিয়ে আসা হবে তাঁর বাসভবনে। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীতজগতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =