বসিরহাটের সংগ্রামপুরে আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে ইডি হানা দেওয়ার পাশাপাশি মঙ্গলবার সকালে নিউটাউনে তাঁর একটি ফ্ল্যাটেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। কারণ, নিউটাউনে বারিক বিশ্বাসের পরিবারের লোকজন থাকেন বলে খবর। আবার দু’কামরার একটি সাজানো গোছানো ফ্ল্যাট রয়েছে তাঁর বাড়ির পরিচারকদের জন্যও। মূলত তাঁর বাড়ির কাজকর্ম যাঁরা করেন, তাঁরা এবং গাড়ির চালকরা এই ঝাঁ চকচকে ফ্ল্যাটে থাকেন। নিউটাউনে মুকুল শান্তি গার্ডেনে এই ফ্ল্যাট। যে তলে বারিক ও তাঁর পরিবার থাকেন। ঠিক তাঁর নিচের তলে থাকেন তাঁর পরিচারকরা। দারুণ সাজানো গোছানো সেই ঘর। দামি আসবাবপত্রে ঠাসা। বিশাল এলইডি টিভি। অ্রর্থাৎ, এককথায় দিলখোলা মানুষ এই বারিক বিশ্বাস।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, এক সময় সোনা পাচারে গ্রেফতার হন এই আব্দুল বারিক বিশ্বাস। এরপর কয়লাকাণ্ডেও নাম জড়ায় তাঁর। সোনা পাচার কাণ্ডে জামিন পাওয়ার পর রিয়েল এস্টেট থেকে শুরু করে ইটভাটা, অ্যাগ্রো প্রোডাক্টের ব্যবসার নামে একাধিক সংস্থা খোলেন বলে খবর। কলকাতা, নিউটাউন , রাজারহাট, বসিরহাটে তিনি প্রচুর সম্পত্তিও কেনেন। এই কোম্পানিগুলির আড়ালেই বারিক বেআইনি ব্যবসা চালাতেন বলে অভিযোগ। রেশন দুর্নীতির টাকাও এই সংস্থাগুলোর মাধ্যমে বিনিয়োগ হয়ে থাকতে পারে বলে মনে করছে ইডি। এদিকে এই সংস্থাগুলির সিংহভাগই বারিক বিশ্বাসের স্ত্রীর নামে বলে খবর।