উত্তম কুমার স্মরণের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগেই দুর্ঘটনা। ভেঙে পড়ল ধনধান্য অডিটোরিয়ামের তোরণ। জখম ২। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, বুধবার ছিল মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিবস। তাঁর স্মরণে ধনধান্য স্টেডিয়ামে সভার আয়োজন করা হয়েছিল। সেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা ছিল। তবে ধনধান্যে পৌঁছানোর আগেই ধনধান্য অডিটোরিয়াম ১ নম্বর গেটের কাছে থাকা সাত নম্বর তোরণটি ভেঙে পড়ে। এই ঘটনায় আহত হন দুজন। এঁদের মধ্যে একজন সরকারি কর্মী। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। জখম দুজন হলেন অসিতবরণ সর্দার ও বিশ্বনাথ সরকার। দুজনকেই ট্রমা কেয়ার বিভাগে ভর্তি। চিকিৎসা চলছে।
এদিকে এদিনের এই দুর্ঘটনার পরই অডিটোরিয়ামের সব তোরণ খুলে ফেলা হয়। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি। ইতিপূর্বে কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ভেঙে পড়েছিল তোরণ। ঘটনায় জখম হয়েছিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি।