২০২৩-এ দিল্লির স্বাধীনতা দিবসের প্যারেডে ট্যাবলোতে বিশেষ বার্তা দিতে চায় বাংলা

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এক বড় চমক দিতে চায বাংলা। অন্তত এমনটাই খবর নবান্ন সূত্রে। পাশাপাশি এও জানা যাচ্ছে, স্বাধীনতা দিবসের দিন দিল্লির কুচকাওয়াজে বাংলার কী ট্যাবলো প্রদর্শিত করা হতে পারে, তা নিয়ে একতরফা প্রস্তুতি বৈঠক সোমবার হয় নবান্নে। এই বৈঠকে বাংলার উন্নয়নমূলক কাজকে তুলে ধরতে ট্যাবলো আকারে প্রদর্শিত হতে পারে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে ৷এদিন মুখ্যসচিব স্বাধীনতা দিবসের শুধুমাত্র নয়, এ রাজ্যেও কী কী প্রস্তুতি নেওয়া হবে তা নিয়ে আলোচনা করেন এদিনের বৈঠকে। যদিও এবারের দিল্লিতে স্বাধীনতা দিবসে প্যারেডে বাংলার ট্যাবলো প্রদর্শিত হবে কী না, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

এর আগে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে রাজ্যের পক্ষ থেকে বাংলার দুর্গা পুজোকে ট্যাবলো আকারে প্রদর্শিত করা হয়েছিল। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাংলার উন্নয়নমূলক কাজকে তুলে ধরা রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ১০০ দিনের গ্রামীণ কাজের টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্প একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য আর্থিক বঞ্চনার শিকার হয়েছে বলে সরব হয়েছেন। বাংলার টাকা কেন্দ্র আটকে রেখেছে বলেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই এক প্রেক্ষাপটে বাংলার বিভিন্ন উন্নয়নমূলক কাজকে দিল্লির রাজপথে তুলে ধরা নিঃসন্দেহে এক বড় বার্তা যাবে রাজ্যের তরফ থেকে। যদিও বাংলার উন্নয়নমূলক কাজের মধ্যে কোন কোন প্রকল্পকে তুলে আনা হবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। তবে প্রাথমিক ভাবে অমুমান করা যাচ্ছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কৃষক বন্ধু’-সহ কয়েকটি প্রকল্প এক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + two =