শিক্ষকদের তাণ্ডব,তদন্তে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা

শিক্ষকদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ উঠেছিল বৃহস্পতিবার। এবার সেই ঘটনার তদন্তভার নিল বিধাননগরের গোয়েন্দা শাখা। গত বৃহস্পতিবার শিক্ষকদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংস,সরকারি কর্মীদের জোর করে আটকে রাখা, সরকারি কাজে বাধাদানের অভিযোগের মতো ঘটনায় মামলা রুজু হয়। এরপরই অভিযুক্ত শিক্ষকদের তলব করে বিধাননগর উত্তর থানা। তবে তলব পেয়েও মঙ্গলবার থানায়  গেলেন না চাকরিহারারা। এদিকে চাকরিহারা শিক্ষকদের দাবি, পুলিশি তলবে ত্রুটি রয়েছে। চাকরিহারা আন্দোলনকারীদের তরফে মেহবুব মণ্ডল জানান, শান্তিপূর্ণ আন্দোলনের পরও নোটিস দেওয়া হয়েছে। আইনি ভাষায় পুলিশকে জবাব দেওয়া হবে। সঙ্গে এও জানান, বুধবার থানায় হাজিরা দেবেন তাঁরা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশভবন অভিযান ছিল। সকালে তাঁরা পুলিশি বাধা টপকে ব্যারিকেড ভেঙে, কার্যত বিকাশভবনের সামনের গেটে ভেঙে ভিতরে ঢোকেন। সন্ধ্যা পর্যন্ত বিকাশভবনের ভিতরেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তাঁরা। ভিতরে ছিলেন বিকাশভবনের কর্মীরা। রাতে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে চাকরিহারাদের তুলে দেয়। একাধিক চাকরিহারা আক্রান্ত হন। লাঠি আঘাতে চাকরিহারাদের হাতও ভেঙে যায়। সেই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা হয় বিভিন্ন মহলে। যদিও পরে কলকাতা পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয়, পুলিশ বাধ্য হয়েই লাঠিচার্জ করেছে। এবার চাকরিহারাদেরই তলব করেছে পুলিশ। এবার এই পরিস্থিতিতে বিকাশভবনের বাইরে করুণাময়ীতে রাস্তার ওপর অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =